ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত


দারুসসালাম থানাধীন ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনে আজ দুপুরে হামলা, ভাংচুর এবং সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনটি আয়োজন করেন ইউরোপিয়ান ইউনিভার্সিটির ছাত্রদলের সভাপতি প্রার্থী শামীম আহমেদের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীরা। কর্মসূচি শুরু হয় দুপুর ১টা ৩০ মিনিটে এবং শান্তিপূর্ণভাবে শেষ হয় ১টা ৫৫ মিনিটে।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে চলমান অস্থিতিশীল পরিস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা আনুমানিক ৪০-৫০ জন।
এদের মধ্যে উল্লেখযোগ্য শিক্ষার্থীরা হলেন শামীম, এনায়েত, আজমি, রিয়া, জোবাইদা, রাকিব, আল আমিন।
উল্লেখ্য, সম্প্রতি ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে হামলা ও ভাংচুরের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এরই প্রেক্ষিতে আজকের এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।