সবুজ অভিযানে বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন

নগর কৃষি সম্প্রসারণ ও নাগরিকদের চাষাবাদে উৎসাহিত করতে বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন (BPF)-এর কেন্দ্রীয় সভাপতি সরকার মো. আবুল কালাম আজাদ আজ শনিবার দুপুরে ডিপিডিসি কর্মকর্তা-কর্মচারী সংগঠন এর নেতা জনাব করিম খান-এর হাতে উন্নত জাতের সবজি বীজ তুলে দেন।
এই উদ্যোগের মাধ্যমে নগরবাসীর মধ্যে ছাদ কৃষি ও পারিবারিক পুষ্টি বাগান গড়ে তোলার আগ্রহ আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। শহরের সীমিত জায়গায় টেকসই সবজি উৎপাদনের এই কার্যক্রম পরিবেশ সংরক্ষণ ও খাদ্যনিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন (BPF) গত দুই মাস ধরে ‘সবুজ অভিযান’ কর্মসূচির আওতায় কৃষক-কৃষাণী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী এবং রাজধানীর ছাদবাগানপ্রেমীদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের সবজি বীজ বিতরণ করছে।
সবুজ অভিযানে শহর থেকে গ্রাম, ছাদ থেকে উঠান— টেকসই কৃষির এই উদ্যোগে এগিয়ে চলেছে বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন (BPF)।














