সংবাদ শিরোনাম
ঢাকা থেকে ভোলাগামী কর্ণফুলী লঞ্চ থেকে সোহাগ নামে এক যাত্রী নিখোঁজ
আব্দুলাহ আল নোমান

ঢাকা থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসা কর্ণফুলী লঞ্চ-১১ থেকে সোহাগ নামে এক যাত্রী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, সোহাগ গতকাল রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে ঢাকা সদরঘাট থেকে কর্ণফুলী-১১ লঞ্চে ভোলার উদ্দেশ্যে যাত্রা করেন। কিন্তু পরদিন সকালে ভোলায় পৌঁছানোর সময় তার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ হয় না। পরিবারের সদস্যরা সোহাগের ব্যবহৃত মোবাইল নম্বর (০১৭৯৪-৮৮৮৫৯৪) এ একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তা বন্ধ পাওয়া যায়।
সূত্র আরও জানায়, নিখোঁজ সোহাগ ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার বিএনপি নেতা সিরাজুল ইসলাম সবুজ খাঁনের ভাতিজা, এবং তার পিতার নাম রেজাউল বেপারী।
এ সংবাদ লেখা পর্যন্ত নিখোঁজ সোহাগের কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ বিষয়ে লঞ্চ কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
ট্যাগস :















