নবাবেরবাগে বাসে অগ্নিসংযোগ, তুরাগ নদীতে পলায়নের সময় অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু

রাজধানীর নবাবেরবাগ উত্তরপাড়ায় একটি চলন্ত বাসে অগ্নিসংযোগের পর তুরাগ নদী পাড়ি দিতে গিয়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার সময় নবাবেরবাগ এলাকায় একটি চলন্ত বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন দুর্বৃত্তরা। এর মধ্যে একজন তুরাগ নদী দিয়ে সাঁতরে পালাতে গিয়ে পানিতে ডুবে যান।
খবর পেয়ে শাহআলী থানা পুলিশ নদী থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ঘটনার তদন্ত চলছে। কে বা কারা এই অগ্নিসংযোগের সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
একজন প্রত্যক্ষদর্শী জানান, কিরনমালা পরিবহনের বাসটি বেরীবাঁধ দিয়ে মিরপুরে আসার সময় “হঠাৎ দেখি বাসে আগুন লেগে গেছে, চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ছে। কয়েকজন দ্রুত পালিয়ে যায়, তাদের মধ্যে একজন নদীতে ঝাঁপ দেয়।”
পুলিশ বলছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং সংশ্লিষ্টদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।






















