র্যাব ৭ একটি আভিযানিক দলের অভিযানে পৃথক তিন মামলার ৩ আসামি প্রেফতার


তিনটি অভিযানে গণধর্ষণ মামলার প্রধান আসামী মোঃ হৃদয়, মাদক মমালার ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ ওবায়দুল হক এবং হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী নুরুল আফছার র্যাব-৭ চট্টগ্রাম কর্তৃক তিনজন আসামী গ্রেফতার।
এরই ধারাবাহিকতায় গত ১৯ আগস্ট ২০২৫ইং তারিখে র্যাব-৭, চট্টগ্রাম জেলার ভুজপুর, ফেনী জেলার ফেনী সদর এবং নেত্রকোনা জেলার সদর থানা এলাকায় পৃথক তিনটি অভিযান পরিচালনা করে চট্টগ্রাম জেলার সীতাকন্ড থানার আলোচিত গণধর্ষণ মামলার পলাতক আসামী মোঃ হৃদয় প্রকাশ তাবিজ, ভুজপুর থানার মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ ওবায়দুল হক এবং ফেনী জেলার ছাগনাইলা থানার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী নুরুল আফছার’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার মামলা নং-২৪, তারিখ ২০ জানুয়ারি ২০২৫ইং, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং/২০২০) এর ৯(৩)/৩০ তৎসহ ৩৭৯ পেনাল কোড ১৮৬০ মামলার ০১নং এজাহারনামীয় প্রধান আসামী মোঃ হৃদয় প্রকাশ তাবিজ নেত্রকোনা জেলার সদর থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৯ আগস্ট ২০২৫ইং তারিখে আনুমানিক ০০৪৫ ঘটিকায় র্যাব-৭ চট্টগ্রাম এবং র্যাব-১৪ ময়মনসিংহ এর যৌথ আভিযানিক দল নেত্রকোনা জেলা সদর থানাধীন সাতপাই এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ হৃদয় প্রকাশ তাবিজ (২৭), পিতা-সিএনজি হাশেম,সাং-সলিমপুর, থানা-সীতাকুন্ড, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়। এবং
র্যাব-৭, চট্টগ্রাম জেলার ভুজপুর থানার মামলা নং-০২(০৫)১৮ ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর ৭(ক) মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ ওবায়দুল হক ভুজপুর থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৯ আগস্ট ২০২৫ইং তারিখে আনুমানিক ২২১৫ ঘটিকায় র্যাব-৭ চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার ভূজপুর থানাধীন কাজীরহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ ওবায়দুল হক (৩২), পিতা-মৃত নাজির হোসেন, সাং-হরিনারকুল,থানা-ভূজপুর, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব-৭, ফেনী জেলার ছাগলনাইয়া থানার মামলা নং-১২, তারিখ-২০ এপ্রিল ২০১৪খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী নুরুল আফছার ফেনী জেলার ফেনী সদর মডেল থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৯ আগস্ট ২০২৫ইং তারিখে আনুমানিক ১২১০ ঘটিকায় র্যাব-৭ চট্টগ্রাম এর একটি আভিযানিক দল জেলার ফেনী সদর মডেল থানাধীন ঢাক-চট্টগ্রাম মহাসড়কের ফাজিলপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামী নুরুল আফছার (৪০), পিতা-মৃত ইলিয়াস মেম্বার, সাং-দৌলতপুর, থানা-ছাগলনাইয়া, জেলা-ফেনী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীদে সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদেরকে সংশ্লিষ্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।