সংবাদ শিরোনাম
রাজধানীর মিরপুরে ভয়াবহ আগুন
শিব-বি শিহাব

রাজধানীর মিরপুর-১২ নম্বরের কালশী রোডে অবস্থিত বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কমিউনিটি সেন্টারটি দেশ পলিটেকনিক কলেজের পাশে অবস্থিত।
শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ভবন থেকে আগুনের লেলিহান শিখা উঠতে দেখা যায়। মুহূর্তেই আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্যে জানা গেছে, আগুনের সূত্রপাত হয়েছে বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টার ভবনের ছয় তলায়। আগুন নিয়ন্ত্রণে আরও চারটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার পথে রয়েছে।
তবে আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
ট্যাগস :






















