ঢাকা-১৪ আসনে জামায়াতের গণসংযোগে পাল্টা যুবশক্তির শোডাউন সাজ্জাদুল মিরাজের নেতৃত্বে

ঢাকা-১৪ আসনে জামায়াতের গণসংযোগে পাল্টা যুবশক্তির শোডাউন সাজ্জাদুল মিরাজের নেতৃত্বে
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজধানীর ঢাকা-১৪ আসনে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। সম্প্রতি জামায়াত ইসলামী ঐ আসনে গণসংযোগ কর্মসূচি শুরু করলে, পাল্টা শক্তি প্রদর্শনে মাঠে নামেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ।
শুক্রবার বিকেলে মিরপুর, শাহআলী ও পল্লবী এলাকায় প্রায় ১০ হাজার নেতাকর্মী নিয়ে সাজ্জাদুল মিরাজের নেতৃত্বে বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা ও পথসভায় উপস্থিত যুবদল নেতা-কর্মীরা “গণতন্ত্র পুনরুদ্ধারে যুবশক্তির ঐক্য” শ্লোগানে মুখর ছিলেন।
সাজ্জাদুল মিরাজ বলেন, “ঢাকা-১৪ আসনের মানুষ গণতন্ত্রের পক্ষে, দমননীতির বিরুদ্ধে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে যুবদল মাঠে থাকবে শেষ মুহূর্ত পর্যন্ত।”
অন্যদিকে জামায়াতের জনসংযোগ চালিয়েছেন ঢাকা ১৪ আসন থেকে জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী আরমান মীর কাশেম।জামাত নেতা দাবি করেছেন, তারা দীর্ঘদিন পর তৃণমূল পর্যায়ে গণসংযোগ শুরু করেছেন, যা কাউকে উদ্দেশ্য করে নয়, বরং জনগণের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের অংশ।
এবিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যুবদল ও জামায়াতের এই পৃথক কর্মসূচি ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছন।



















