মুন্সিগঞ্জের শ্রীনগরে ইভটিজিং এর শিকার ছাত্রীর চাচা কে প্রাণ নাশের হুমকি

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাড়ৈখালী ইউনিয়ন খাহ্রা ৬ নং ওয়ার্ডে ইভটিজিং এর শিকার ছাত্রীর চাচা মোঃ মহসিন মাঝি(৪৮) পিতা, আব্দুল কাদের মাঝি কে প্রকাশ্য খুন জখমের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়,গত ২৭/৭/ ২৫ ইং বিকাল অনুমান ৪:৩০ মিনিট বাদির নাবালিকা মেয়ে পার্শ্ববর্তী চুড়াইন বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী বিদ্যালয়ে ক্লাস শেষে বাসায় ফেরার পথে তার বসত বাড়ির সামনে পূর্ব হতে উৎপেতে থাকা কিশোর গ্যাং সদস্যরা তাকে আটক করে অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শন করতে থাকে, এক পর্যায়ে কাপড়-চোপড় ধরে টানাটানি শুরু করলে তার চিৎকারে বোন ইনসানা,বোন জামাতা মনির হোসেন এবং তার মা এগিয়ে আসলে তাদের কে বেধড়ক পিটিয়ে আহত করেন সন্ত্রাসীরা।আহতদের ডাক-চিৎকারে আশে-পাশের লোকজন ছুটে আসলে পরবর্তী তে ছাত্রী কে তুলে নিয়ে যাবে এবং বাকিদের যেখানে পাবে খুন করবে হুমকি দিয়ে চলে যায়। অতঃপর ওই ছাত্রীর মা সাথী আক্তার বাদি হয়ে ৮ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা ২/৩ জন কে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী ২০০৩ এর ১০ ধারা তৎসহ ৩২৩,৩২৫,৫০৬,(২)
শ্রীনগর থানায় একটি মামলা দায়ের করেন যাহার নং-৪ তারিখ ৩/৮/২৫। এ ঘটনায় কোন আসামি গ্রেফতার না হলেও জামিনে এসে বাদীর লোক জন কে খুন-জখম গুম করার হুমকি দিচ্ছে বলে অভিযোগ বাদি পরিবারের।হুমকির শিকার আক্রান্ত ছাত্রীর চাচা মোঃ মহসিন মাঝি বলেন,”চুড়াইন তারিনি বামা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সেলিম মাষ্টার (৭৫) বিভিন্ন সময়ে মামলা তুলে নেওয়ার পরামর্শ দেন,আমি তাতে রাজি না হওয়ায় স্হানীয় চিন্হিত সন্ত্রাসী দিয়ে প্রকাশ্য মেরে ফেলার হুমকি দিয়ে আসছে”।
এ ব্যপারে শ্রীনগর থানার এস আই মোঃ আলমগীর হোসেন বলেন,নারী ও শিশু আইনের মামলা টি তদন্তাধীন আছে।হুমকির বিষয় টি আমাদের অবগত করেন নি।হুমকির শিকার ব্যক্তিকে জিডি বা অভিযোগ দায়ের করতে হবে।























