বাঘায় ইন্টারনেটর ফি না দেওয়ার ঘটনায় মারধর মামলা
বাঘায় ইন্টারনেট সংযোগে অতিরিক্ত ফি না দেওয়ায় মারধরের মামলায় আটক ১
স্টাফ রিপোর্টারঃরাজশাহীর বাঘায় ইন্টারনেট সংযোগে অতিরিক্ত ফি না দেওয়ায় মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোহাগ আলী(২৫) নামে এক জনকে আটক করেছে পুলিশ।
মামলা সূত্রে জানা যায়,ছাতারী গ্রামের মতিউর রহমান(৬৭) চুক্তি মোতাবেক ২০০০টাকার বিনিময়ে ইন্টারনেট সংযোগ নেন। সংযোগ শেষে পুনরায় অতিরিক্ত ১০,০০০ টাকা দাবি করেন সোহাগ আলী। অতিরিক্ত টাকা না দিলে সংযোগ বিছিন্ন করার হুমকিসহ বিভিন্ন প্রকার গালিগালাজ করেন।এ ঘটনাকে কেন্দ্র করে রবিবার ( ৫ মে) দেড়টার সময় মতিউর রহমান মোটার সাইকেল যোগে বাঘা বাজার থেকে ঔষধ নিয়ে বাড়ী ফেরার পথে ছাতারী গ্রামে সোহাগ আলীর বাড়ীর সামনে পাকা রাস্তায় পথরোধ করে আঃমান্নানের হুকমে সোহাগ আলীসহ কয়েকজন হত্যার উদ্দেশ্যে মাথা বুকে ও শরীরের বিভিন্ন জায়গায় ফুলা জখম করে। এ সময় মতিউর রহমানের চিৎকারে স্থানীয় উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এ ঘটনায় অফিসার ইনচার্জ(ওসি) আমিনুল ইসলাম বলেন,মারধরের ঘটনার প্রধান আসামীকে বৃহষ্প্রতিবার বিকেলে বঙ্গবন্ধু চত্তর এলাকা থেকে আটক করা হয়েছে। অন্যান্য আসামীদের আটক অভিযান অব্যহত রয়েছে।শুক্রবার(১০মে)সকালে আইনী প্রক্রিয়া শেষে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।