ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কিশোর শিহাব গ্যাস বিস্ফোরণে দগ্ধ – জরুরী চিকিৎসা সহায়তার আবেদন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক’র সঙ্গে বিএনপির বৈঠক অনুষ্ঠিত রাজবাড়ীর পাংশায় দুই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ তান্ডব সিনেমা চালিয়ে বিপাকে হল মালিক ২০ – ২৫ জনের বেশি দর্শক নেই সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন আর নেই দিনাজপুর ঘোড়াঘাট মহাসড়কে নাবিল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৫জন নিহত রাজবাড়ীর পাংশায় প্রান্তিক জনকল্যাণ সংস্থার বিনামূল্যে ভ্যান-গরু-ছাগল-হুইল চেয়ার প্রদান সিরাজগঞ্জের সাবেক এমপির এপিএস এখন নামধারী সাংবাদিক সিলেট জুড়ে তীব্র গরম, বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের নিজের মেয়েকে বাঁচাতে গিয়ে বাবা ও মেয়ে একসাথে চলে গেলেন না ফেরার দেশে

বৃষ্টি উপেক্ষা করেই গনমিছিল করছে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বায়তুল মোকাররম, শাহবাগ ও সায়েন্সল্যাব এলাকায় গণমিছিল করেছে শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আলাদা মিছিল বের হয়।শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজের পর মিছিল বের করেন শিক্ষার্থীরা। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এসব স্থানে পুলিশ সদস্যদের উপস্থিত থাকলেও তাদের সহনশীল ভূমিকায় দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, নামাজের পর বায়তুল মোকাররম থেকে গণমিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি হাইকোর্ট এলাকা, শিশু পার্ক হয়ে শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হয়। সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে চেষ্টা করে। তবে সেদিকে না গিয়ে শাহবাগ মোড়েই অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। সেখানে কিছু সময় থেকে তারা আবার বায়তুল মোকারমের দিকে ফিরে যান।এদিকে, রাজধানীর সায়েন্সল্যাব মোড় থেকেও নামাজের পর গণমিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গণমিছিলে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ, ঢাকা সিটি কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ সহ আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

সেখানে বিপুল পরিমাণ পুলিশ সদস্য উপস্থিত থাকলেও তাদের সহনশীল ভূমিকায় দেখা গেছে।

ট্যাগস :
আপডেট সময় ১০:০৪:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪
৬২ বার পড়া হয়েছে

বৃষ্টি উপেক্ষা করেই গনমিছিল করছে শিক্ষার্থীরা

আপডেট সময় ১০:০৪:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪

রাজধানীর বায়তুল মোকাররম, শাহবাগ ও সায়েন্সল্যাব এলাকায় গণমিছিল করেছে শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আলাদা মিছিল বের হয়।শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজের পর মিছিল বের করেন শিক্ষার্থীরা। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এসব স্থানে পুলিশ সদস্যদের উপস্থিত থাকলেও তাদের সহনশীল ভূমিকায় দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, নামাজের পর বায়তুল মোকাররম থেকে গণমিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি হাইকোর্ট এলাকা, শিশু পার্ক হয়ে শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হয়। সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে চেষ্টা করে। তবে সেদিকে না গিয়ে শাহবাগ মোড়েই অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। সেখানে কিছু সময় থেকে তারা আবার বায়তুল মোকারমের দিকে ফিরে যান।এদিকে, রাজধানীর সায়েন্সল্যাব মোড় থেকেও নামাজের পর গণমিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গণমিছিলে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ, ঢাকা সিটি কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ সহ আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

সেখানে বিপুল পরিমাণ পুলিশ সদস্য উপস্থিত থাকলেও তাদের সহনশীল ভূমিকায় দেখা গেছে।