ঢাকা মহানগর উত্তর যুবদলের মিরপুর থানা ১১ নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত


ঢাকা মহানগর উত্তর যুবদলের মিরপুর থানা যুবদলের ১১ নং ওয়ার্ড কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকালে কল্যাণপুর গার্লস স্কুল মাঠে পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যে দিয়ে কর্মী সভাটি শুরু হয়,পরে জাতীয় সংগীতের মধ্যে দিয়ে কর্মীসভাটি প্রাণ চঞ্চলতা ফিরে পায়।
উক্ত কর্মীসভাটি মিরপুর থানা যুবদলের সংগ্রামী আহ্বায়ক জনাব শাকিল মোল্লার সভাপতিত্বে এবং মিরপুর থানা যুবদলের বিপ্লবী সদস্য সচিব জনাব আমিনুর রহমান শান্ত’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য প্রদান করেন ঢাকা মহানগর উত্তর যুবদলের বিপ্লবী সদস্য সচিব জনাব সাজ্জাদুল মিরাজ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, বিশেষ অতিথি হিসেবে সরকারি বাংলা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি গাজী রেজাউল হক রিয়াজ, শাহআলী থানা যুবদল নেতা আব্দুর রহমান সিকদার, জহির উদ্দিন সম্রাট, তৌহিদ হোসেন, যুবদল নেতা তুহিন, ৭ নং ওয়ার্ড যুবদলনেতা ইউসুফুর রহমান লিটন,সহ ১১ নং ওয়ার্ড যুবদলের নেতৃবেন্দ।