ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অনেকটাকাল কাটিয়েছি মোরা তোমাকে ছাড়া, এবার সময় হল তোমায় ফিরিয়ে আনার পালা- আমানউল্লাহ রাজশাহীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন আগামী ত্রয়োদশ নির্বাচন  ৩০০ সংসদীয় আসনের চূড়ান্ত সীমানা নির্ধারণ করে প্রজ্ঞাপন উল্লাপাড়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত মাদকের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় পল্লবী থানা ছাত্রদল আহবায়ককে কুপিয়ে জখম বাঘায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণের মাঝে গাছের চারা বিতরণ দালাল এর হালাল সমাচার-মাহমুদুল হাসান চরফ্যাসনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী চীনা নাগরিকের ছিনতাই হওয়া টাকা উদ্ধার,গ্রেফতার ২

মাদকের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় পল্লবী থানা ছাত্রদল আহবায়ককে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পল্লবীতে মাদকের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় ছাত্রদল নেতা সৈয়দ হাসান সোহেলেসহ চারজনকে কুপিয়ে জখম করেছে মাদক কারবারিরা। আহত অন্যান্য ৩ জন হলেন সোহেলের বড় ভাই সৈয়দ হাসান রনি, ৫ নং ওয়ার্ড ছাত্রদল নেতা হৃদয়, ও ডলার।

মঙ্গলবার  রাতে পল্লবীর ১১ নম্বর বিহারিদের মিল্লাত ক্যাম্প এলাকায় এই ঘটনা ঘটে।  আহতদের মধ্যে হৃদয়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সৈয়দ হাসান সোহেল পল্লবী থানা ছাত্রদলের আহ্বায়কের পাশাপাশি উর্দুভাষী যুব-ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন। এই ঘটনায় প্রতবাদ ও ক্ষোভ প্রকাশ করেছে সংগঠনটি। একইসঙ্গে থানা পুলিশ পল্লবীতে মাদক নির্মূলে ব্যর্থ এমন অভিযোগ এনে পল্লবী।এলাকায় লাগাতার মাদক উৎখাত কর্মসূচির ডাক দিয়েছে উর্দুভাষী যুব-ছাত্র আন্দোলন।  এই কর্মসূচি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটলে এর দায় আইনশৃঙ্খলা বাহিনীকে নিতে বলে জানানো হয়েছে। আজ দুপুর ২ টা থেকে পল্লবীর ১১ নম্বরের মিল্লাত ক্যাম্প থেকে এই কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, দুই দিন আগে মিল্লাত ক্যাম্পে আয়োজিত একটি উঠান বৈঠকে সোহেল মাদক ব্যবসার চিত্র তুলে ধরেন। এই সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। সোহেল স্থানীয়দের সতর্ক করে মাদক বিক্রি বন্ধ করার জন্য আল্টিমেটাম দেন। এই বক্তব্যকে কেন্দ্র করে তার ওপর হামলা চালায় পল্লবীর আলোচিত মাদক।সম্রাজী পৃথিবীর ভাইবোন ও শীর্ষ সন্ত্রাসী হুদা মামুনসহ শতাধিক মাদক কারবারিরা।

প্রত্যক্ষদর্শী মো. সুমন জানান, প্রথমে পৃথিবীর বোন জামাই সোহেলের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। এরপর তার স্ত্রী এসে কান্নাকাটি করে মাদক ব্যবসা ছেড়ে দিতে চায় বলে জানিয়ে সোহেলসহ আরও চারজনকে ক্যাম্পে নিয়ে যায়। সেখানে প্রবেশ করলে সোহেল দেখেন হুদা মামুন তার দলবল নিয়ে অবস্থান করছে। কিছু বোঝার আগেই রাজেশকে দেওয়া নির্দেশ অনুযায়ী পৃথিবীর ভাইবোন ও হুদা মামুনসহ প্রায় ২৫ থেকে ৩০ জন মিলে সোহেল এবং তার সঙ্গীদের ওপর কোপানো শুরু করে।

এদিকে উর্দুভাষী যুব-ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমরান খান বলেন, “মাদক কারবারীদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় সোহেলের ওপর হামলা চালানো হয়েছে। পল্লবী থানা পুলিশ মাদক নির্মূলে ব্যর্থ। কয়েকদিন পরপরই থানা পুলিশ অভিযান পরিচালনা করে, তবুও মিল্লাত ক্যাম্পে মাদক বিক্রি বন্ধ হয়নি। বরং অভিযানের পর মাদক কারবারীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। প্রশাসন মাদক নির্মূলে ব্যর্থ হওয়ায় আমরা বাধ্য হয়ে সাধারণ মানুষ  মাদক ব্যবসায়ীদের উৎখাতের কর্মসূচি দিতে বাধ্য হয়েছি। কর্মসূচি পালনের সময় যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তার দায়ভার অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনীকে নিতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল ইসলাম জানিয়েছেন, “ভুক্তভোগীরা এখনো থানায় অভিযোগ দায়ের করেননি। অভিযোগ এলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগস :
আপডেট সময় ০৪:৫১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
৬ বার পড়া হয়েছে

মাদকের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় পল্লবী থানা ছাত্রদল আহবায়ককে কুপিয়ে জখম

আপডেট সময় ০৪:৫১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীর পল্লবীতে মাদকের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় ছাত্রদল নেতা সৈয়দ হাসান সোহেলেসহ চারজনকে কুপিয়ে জখম করেছে মাদক কারবারিরা। আহত অন্যান্য ৩ জন হলেন সোহেলের বড় ভাই সৈয়দ হাসান রনি, ৫ নং ওয়ার্ড ছাত্রদল নেতা হৃদয়, ও ডলার।

মঙ্গলবার  রাতে পল্লবীর ১১ নম্বর বিহারিদের মিল্লাত ক্যাম্প এলাকায় এই ঘটনা ঘটে।  আহতদের মধ্যে হৃদয়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সৈয়দ হাসান সোহেল পল্লবী থানা ছাত্রদলের আহ্বায়কের পাশাপাশি উর্দুভাষী যুব-ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন। এই ঘটনায় প্রতবাদ ও ক্ষোভ প্রকাশ করেছে সংগঠনটি। একইসঙ্গে থানা পুলিশ পল্লবীতে মাদক নির্মূলে ব্যর্থ এমন অভিযোগ এনে পল্লবী।এলাকায় লাগাতার মাদক উৎখাত কর্মসূচির ডাক দিয়েছে উর্দুভাষী যুব-ছাত্র আন্দোলন।  এই কর্মসূচি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটলে এর দায় আইনশৃঙ্খলা বাহিনীকে নিতে বলে জানানো হয়েছে। আজ দুপুর ২ টা থেকে পল্লবীর ১১ নম্বরের মিল্লাত ক্যাম্প থেকে এই কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, দুই দিন আগে মিল্লাত ক্যাম্পে আয়োজিত একটি উঠান বৈঠকে সোহেল মাদক ব্যবসার চিত্র তুলে ধরেন। এই সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। সোহেল স্থানীয়দের সতর্ক করে মাদক বিক্রি বন্ধ করার জন্য আল্টিমেটাম দেন। এই বক্তব্যকে কেন্দ্র করে তার ওপর হামলা চালায় পল্লবীর আলোচিত মাদক।সম্রাজী পৃথিবীর ভাইবোন ও শীর্ষ সন্ত্রাসী হুদা মামুনসহ শতাধিক মাদক কারবারিরা।

প্রত্যক্ষদর্শী মো. সুমন জানান, প্রথমে পৃথিবীর বোন জামাই সোহেলের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। এরপর তার স্ত্রী এসে কান্নাকাটি করে মাদক ব্যবসা ছেড়ে দিতে চায় বলে জানিয়ে সোহেলসহ আরও চারজনকে ক্যাম্পে নিয়ে যায়। সেখানে প্রবেশ করলে সোহেল দেখেন হুদা মামুন তার দলবল নিয়ে অবস্থান করছে। কিছু বোঝার আগেই রাজেশকে দেওয়া নির্দেশ অনুযায়ী পৃথিবীর ভাইবোন ও হুদা মামুনসহ প্রায় ২৫ থেকে ৩০ জন মিলে সোহেল এবং তার সঙ্গীদের ওপর কোপানো শুরু করে।

এদিকে উর্দুভাষী যুব-ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমরান খান বলেন, “মাদক কারবারীদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় সোহেলের ওপর হামলা চালানো হয়েছে। পল্লবী থানা পুলিশ মাদক নির্মূলে ব্যর্থ। কয়েকদিন পরপরই থানা পুলিশ অভিযান পরিচালনা করে, তবুও মিল্লাত ক্যাম্পে মাদক বিক্রি বন্ধ হয়নি। বরং অভিযানের পর মাদক কারবারীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। প্রশাসন মাদক নির্মূলে ব্যর্থ হওয়ায় আমরা বাধ্য হয়ে সাধারণ মানুষ  মাদক ব্যবসায়ীদের উৎখাতের কর্মসূচি দিতে বাধ্য হয়েছি। কর্মসূচি পালনের সময় যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তার দায়ভার অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনীকে নিতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল ইসলাম জানিয়েছেন, “ভুক্তভোগীরা এখনো থানায় অভিযোগ দায়ের করেননি। অভিযোগ এলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”