মদনখালী উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির অভিষেক ও পরিচিতি সভা


মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মদনখালী উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় মদনখালী উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের শিক্ষা পরিবারের আয়োজনে এ অভিষেক ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি মোহাম্মদ বাহারুল ইসলাম বাহার।
আরো উপস্থিত ছিলেন, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ শাহজামাল,অভিভাবক সদস্য মোয়াজ্জেম হোসেন বিপ্লব,বাড়ৈখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ মান্নান, সাঃ সম্পাদক ইব্রাহীম, যুবদলের সাঃ সম্পাদক বাবুল খন্দকার,সিনিঃ সহ-সভাপতি হাসান আল উজ্জল, ছাত্রদলের সাঃ সম্পাদক ও বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য লায়ন সজিব আহম্মেদ,বাদল ঢালী,মিন্টু মাঝি দশম শ্রেণীর শিক্ষার্থী সোহানসহ সুশিল সমাজের ব্যক্তিবর্গ,অভিভাবক,ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিদ্যালয়ের ছাত্রছাত্রী।