সংবাদ শিরোনাম
এলপি গ্যাসের নতুন দাম নির্ধারন করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমে ১ হাজার ২৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি অটোগ্যাসের দাম ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।
রবিবার (৩ আগস্ট) এক সংবাদ সম্মেলনে নতুন এ দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
এর আগে গত ২ জুলাই ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে অটোগ্যাসের মূসকসহ প্রতিলিটার ৬২ টাকা ৪৬ পয়সা দাম নির্ধারণ করা হয়েছিল।
একইসঙ্গে কমানো হয়েছে অটোগ্যাসের দামও। অটোগ্যাসের দাম ৬২ টাকা ৪৬ পয়সা থেকে কমিয়ে প্রতিলিটার ৫৮ টাকা ২৮ পয়সা করা হয়েছে।
এদিকে বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে ব্যবহার করা রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহকৃত এলপিজির দাম কেজিপ্রতি ১০৯ টাকা ৮৯ পয়সা থেকে কমিয়ে ১০২ টাকা ৩৬ পয়সা নির্ধারণ করেছে কমিশন।
ট্যাগস :