ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সাবেক রেলপথ মন্ত্রী জিল্লুলের দুই ভবন সহ জমি জব্দের আদেশ নড়াইলে অনলাইন প্রতারণায় গ্রেফতার ৪ বেলি আফরোজের নতুন গান ‘আমায় ঠকাইলে’ দেশে তারুণ্যের শক্তিকে উজ্জীবিত করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে চলমান ‘তারুণ্যের উৎসব’ চলবে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বড়পুকুরিয়ায় বিস্ফোরক দূর্ঘটনায় শিশু শিক্ষার্থী ক্ষতবিক্ষত রাজবাড়ীর পাংশায় সাবেক সেনা কর্মকর্তা সহ ২৫ বাড়িতে হামলার অভিযোগ, গ্রেফতার-১ ফুলবাড়ীতে পাষণ্ড পুত্রের হাতে পিতা-মাতা নির্যাতনের শিকার নিরাপত্তা ও বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগর রেজিস্ট্রি অফিসের সামনে ভয়াবহ অগ্নিকাণ্ড,পুড়ে ছাই দলিল লেখকদের অফিস কক্ষ জনতার নেতা মমিনুল ইসলাম মমিনের নিঃশর্ত মুক্তি চেয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ 

সাবেক রেলপথ মন্ত্রী জিল্লুলের দুই ভবন সহ জমি জব্দের আদেশ

মিজানুর রহমান

সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের দুটি ভবন ও ৫০ শতাংশ জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এর মধ্যে উত্তরা মডেল টাউন এলাকায় পাঁচ কাঠা জমির ওপর ৬ তলা ভবন ও রাজবাড়ির পাংশাতে ৩০ শতাংশ জমির ওপর তিন তলা ভবন রয়েছে। বুধবার (৯ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ এ তথ্য জানান।

ওই আবেদনে বলা হয়, জিল্লুল হাকিমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করার দায়ে দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করেছে। তিনি ঢাকা, রাজবাড়ীসহ বিভিন্ন স্থানে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এ বিষয়ে মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
তদন্তকালে এ পর্যন্ত প্রাপ্ত তথ্য মোতাবেক তার স্বার্থসংশ্লিষ্ট স্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে।

তদন্তকালে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, আসামি তার এসব সম্পত্তি অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টা করছেন। এসব সম্পত্তি হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের সমূহ ক্ষতির কারণ রয়েছে। এজন্য এসব সম্পদ ক্রোক করা একান্ত আবশ্যক।

এর আগে গত ১৯ জানুয়ারি একই আদালত জিল্লুল হাকিম, তার স্ত্রী সাঈদা হাকিম ও ছেলে আশিক মাহমুদের নাম থাকা ২৬ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন। এসব ব্যাংক হিসাবে জমা আছে ১৪ কোটি ২৫ লাখ টাকা। গত বছরের ১৭ অক্টোবর তাদের তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

ট্যাগস :
আপডেট সময় ০৩:৩৮:১১ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
১ বার পড়া হয়েছে

সাবেক রেলপথ মন্ত্রী জিল্লুলের দুই ভবন সহ জমি জব্দের আদেশ

আপডেট সময় ০৩:৩৮:১১ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের দুটি ভবন ও ৫০ শতাংশ জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এর মধ্যে উত্তরা মডেল টাউন এলাকায় পাঁচ কাঠা জমির ওপর ৬ তলা ভবন ও রাজবাড়ির পাংশাতে ৩০ শতাংশ জমির ওপর তিন তলা ভবন রয়েছে। বুধবার (৯ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ এ তথ্য জানান।

ওই আবেদনে বলা হয়, জিল্লুল হাকিমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করার দায়ে দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করেছে। তিনি ঢাকা, রাজবাড়ীসহ বিভিন্ন স্থানে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এ বিষয়ে মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
তদন্তকালে এ পর্যন্ত প্রাপ্ত তথ্য মোতাবেক তার স্বার্থসংশ্লিষ্ট স্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে।

তদন্তকালে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, আসামি তার এসব সম্পত্তি অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টা করছেন। এসব সম্পত্তি হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের সমূহ ক্ষতির কারণ রয়েছে। এজন্য এসব সম্পদ ক্রোক করা একান্ত আবশ্যক।

এর আগে গত ১৯ জানুয়ারি একই আদালত জিল্লুল হাকিম, তার স্ত্রী সাঈদা হাকিম ও ছেলে আশিক মাহমুদের নাম থাকা ২৬ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন। এসব ব্যাংক হিসাবে জমা আছে ১৪ কোটি ২৫ লাখ টাকা। গত বছরের ১৭ অক্টোবর তাদের তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়।