১৫ আগস্ট খিরে ধানমন্ডি ৩২ এর পাশে ও বাংলামটর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে


১৫ আগস্ট ঘিরে দিনভর উত্তেজনার মধ্যে রাতে ধানমন্ডি ৩২-এর পাশে রাসেল স্কয়ার ও বাংলামোটর মোড়ে পৃথক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৫ আগস্ট) রাত ১০টার দিকে ৩২ নম্বরসংলগ্ন রাসেল স্কয়ার মোড়ে তাজরিন ফার্মেসির সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে কলাবাগান থানা পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ কুড়িয়ে নেয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি।ঘটনার সত্যতা নিশ্চিত করেন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম। এদিকে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিশ ‘নাগরিক কন্ঠকে’ বলেন, ‘রাত ১০টার দিকে রাসেল স্কয়ার মোড়ের পাশেই তাজরিন ফার্মেসির সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি।’এদিকে একই দিন দিবাগত রাত পৌনে ১২টার দিকে বাংলামোটর মোড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ বলছে, শুক্রবার দিবাগত রাত ১১টা ৪৬ মিনিটের দিকে এনসিপির কার্যালয়স্থল রূপান্তর সেন্টারের সামনে সড়কে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এঘটনায় হতাহতের কোনও তথ্য জানাতে পারেনি পুলিশ।এসব তথ্য নিশ্চিত করেন রামনা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) অরুক তালুকদার। তিনি ‘নাগরিক কন্ঠকে’ বলেন, ‘আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি বাংলামোটর মোড়ে রাত পৌনে ১টার দিকে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে বিস্তারিত তথ্য নেই। আমাদের অফিসাররা কাজ করছেন।’
পৃথক দুটি ককটেল বিস্ফোরণের পর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
এর আগে, ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীকে ঘিরে ধানমন্ডি ৩২ নম্বরে দিনভর উত্তেজনা ছিল। এদিন জাতীয় শোক দিবসটি বাতিল করে সরকার। এর আগে গত বছর ১৫ আগস্টের দিন ও চলতি বছরের ৫ ফেব্রুয়ারিতে ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ধ্বংস করা হয়। এ বছর বিশৃঙ্খলা ঠেকাতে বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকাল থেকেই ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় ব্যাপক নিরাপত্তার ও সতর্ক অবস্থান নেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিপুলসংখ্যক পুলিশ মোতায়েনের পাশাপাশি স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও অবস্থান নেন। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক সন্দেহে কয়েকজনকে পিটিয়ে পুলিশের দেওয়ারও ঘটনা ঘটে ৩২ নম্বর এলাকায়। শেখ মুজিবকে শ্রদ্ধা জানাতে আসা অনেকে হেনস্তার শিকার হন।
দিনভর উত্তেজনার মধ্যে শুক্রবার রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।