সংবাদ শিরোনাম
রাজশাহীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে র্যাব-৫ এর সংবাদ সম্মেলন

আবুল হাশেম

আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে রাজশাহী মহানগরীতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে র্যাব-৫। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে রাজশাহী ধর্মসভা, গণকপাড়া, ঘোড়ামারা চত্বরে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. পারভেজ জানান, পূজামণ্ডপগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সিসি ক্যামেরা নজরদারি, চেকপোস্ট বসানো, টহল বৃদ্ধি এবং দায়িত্বপূর্ণ এলাকায় কঠোর আইন-শৃঙ্খলা রক্ষার পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, পূজার সময় সর্বস্তরের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।
ট্যাগস :