উল্লাপাড়ায় আকস্মিক ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতে আমন ধানের ব্যাপক ক্ষতি

সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আকস্মিক ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন এলাকায় আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।
শনিবার (১লা নভেম্বর) সকাল ৬টার দিকে শুরু হওয়া টানা বৃষ্টি ও প্রবল ঝড়ে মাঠের পর মাঠের ধান মাটিতে নুয়ে পড়ে যায়। এতে ধান চিটা হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা।
স্থানীয় কৃষকরা জানান, “ধানের শীষ মাত্র কিছুদিন আগে বের হয়েছে, এখনো চাল পুরোপুরি পুষ্ট হয়নি। তাই ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারণে ধান নুয়ে পড়ায় সব ধান চিটা হয়ে যাবে।”
আরেকজন কৃষক ক্ষোভ প্রকাশ করে বলেন, “খুব কষ্ট করে আবাদ করেছি। এবছর পোকার আক্রমণ বেশি হওয়ায় এমনিতেই খরচ বেড়ে গেছে। এখন বৃষ্টি ও বাতাসে সব ধান নষ্ট হয়ে গেল। এই ক্ষতি কিভাবে পুষিয়ে উঠবো, তা ভেবে আমরা দিশেহারা।”
স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নে শত শত বিঘা জমির আমন ধান ঝড়ো হাওয়ার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে কৃষি কর্মকর্তারা মাঠে নেমেছেন।

















