রাজবাড়ীর কালুখালী উপজেলায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

আগামী ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ করে আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের প্রতিবাদে রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় কালুখালী উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি উপজেলা শহরের আশপাশের সড়ক পদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মিছিলে অবস্থান করে দলের নেতারা সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি তৈয়বুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান টিটো, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুল ইসলাম মুন্নু, সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, একরামুল হক বিপ্লব। এছাড়া উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক আবু তালেব, রতনদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মতিন মাস্টার, বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান, মাঝবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক কামরুল হাসান, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. জামাল খান, সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সূর্য ও আসিফ মন্ডলসহ অন্যান্য নেতাকর্মীরা।
বিক্ষোভ ও সমাবেশে বিএনপি নেতারা বলেন, “আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচীর বিরুদ্ধে আমাদের এই মিছিল ও সমাবেশ। আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনরা দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করতে পারবে না। কেউ বিশৃঙ্খলা করলে আমরা তা প্রতিহত করতে প্রস্তুত আছি।” তারা আরও জানান, “বৃহস্পতিবার সারাদিন আমরা মাঠে থাকবো।”



















