মিরপুরে শাহআলী থানা যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

**মিরপুরে শাহআলী থানা যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, সুবিধাবঞ্চিত মানুষের ভরসা হয়ে উঠল মানবিক উদ্যোগ**
রাজধানীর মিরপুর-১ এর এলাকায় ঈদগাহ মাঠে শাহআলী থানা যুবদলের উদ্যোগে আজ শনিবার অনুষ্ঠিত হলো ফ্রি মেডিকেল ক্যাম্প। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই মানবিক আয়োজনে অসহায় ও নিম্নআয়ের মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্যপরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
ক্যাম্পে মেডিসিন, গাইনি, নাক–কান–গলা, চর্মরোগসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা দেন। আয়োজকদের মতে, দিনব্যাপী চলা এই ক্যাম্পে ২ শতাধিক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন এবং প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করেন।
উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ।বক্তারা বলেন, “এলাকার সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ। ভবিষ্যতেও আরও বিস্তৃত আকারে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
আয়োজকরা জানান, নিয়মিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত মানুষদের কাছে এই ধরনের ক্যাম্প বিশেষ সহায়ক ভূমিকা রাখে। স্থানীয়দের অনেকেই উদ্যোগটিকে সময়োপযোগী ও প্রয়োজনীয় হিসেবে আখ্যায়িত করেন এবং ভবিষ্যতে আরও ঘনঘন এ ধরনের আয়োজনের আহ্বান জানান।
মানবিক সেবার অংশ হিসেবে শাহআলী থানা যুবদলের এই আয়োজন ইতোমধ্যেই স্থানীয় সমাজে ব্যাপক সাড়া ফেলেছে।























