ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শ্রীনগরে ধরা ছোঁয়ার বাইরে স্বৈরাচারের শীর্ষ অপরাধী ইকবাল মাষ্টার রাজবাড়ীর পাংশায় কলেজের ওয়াশরুমে ধ`র্ষ`নে`র অভিযোগে ধ`র্ষ`ক গ্রে`ফ`তার চাঁদাবাজ, সন্ত্রাস ও অপরাধীদের আতঙ্ক মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রোমান সাবেক রেলপথ মন্ত্রী জিল্লুলের দুই ভবন সহ জমি জব্দের আদেশ নড়াইলে অনলাইন প্রতারণায় গ্রেফতার ৪ বেলি আফরোজের নতুন গান ‘আমায় ঠকাইলে’ দেশে তারুণ্যের শক্তিকে উজ্জীবিত করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে চলমান ‘তারুণ্যের উৎসব’ চলবে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বড়পুকুরিয়ায় বিস্ফোরক দূর্ঘটনায় শিশু শিক্ষার্থী ক্ষতবিক্ষত রাজবাড়ীর পাংশায় সাবেক সেনা কর্মকর্তা সহ ২৫ বাড়িতে হামলার অভিযোগ, গ্রেফতার-১ ফুলবাড়ীতে পাষণ্ড পুত্রের হাতে পিতা-মাতা নির্যাতনের শিকার নিরাপত্তা ও বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন

ফুলবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে ফলজ গাছ ও ঘর ভেঙ্গে ফেলার অভিযোগ

মো:আশরাফুল আলম

 

দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার উত্তর সুজাপুুর গ্রামের মোসলেম আলীর আমের বাগানে থাকা ৮০টি আমের গাছ কর্তন ও সেখানে থাকা দ্ইুটি টিনের ঘর ভেঙ্গে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

পৌর এলাকার উত্তর সুজাপুুর গ্রামের আজিজার রহমান কালুর পুত্র মোঃ মোসলেম আলী (৪৩)
এই মর্মে ফুলবাড়ী থানায় অভিযোগ করে যে, সুজাপুর মৌজার ৩০৬ নং দাগের ১ একর ৫ শতকের মধ্যে ২৩ শতক জমি ক্রয় সুত্রে ও পৈত্রিক সুত্রে প্রাপ্ত হয়ে ভোগ দখল করে আসছি। উক্ত জমিতে আমি ৮০টি আমের বাগান ও দুইটি ঘর নির্মান করে বসবাস করে আসছি। গত ২০ মে সোমবার সকার ১১টায় আমার গ্যাতগোষ্টি মধ্যে একই গ্রামের আব্দুল পচার পুত্র মোঃ ইজারুল ইসলাম (৪৬), মৃৃত ফটিকের পুুত্র মোঃ মঞ্জুরুল ইসলাম (৪৫), আব্দুল পচার পুত্র মোঃ মিজান (৪৩), মোঃ ইজারুল ইসলামের স্ত্রী নাজমা বেগম (৩৫),নছিম উদ্দিনের পুত্র সাদেকুল (৪৭), মোছাঃ ফজিলা বেগম (৪২) স্বামী অজ্ঞাত বিবাদীগন আমার জমি তাদের দখলে নেওয়ার উদ্দেশ্যে উক্ত জমিতে লাগানো ৮০টি আমের গাছ কেটে ফেলে এবং উক্ত জমিতে থাকা দুইটি টিনের ঘর ভেঙ্গে ফেলে জিনিসপত্র নষ্ট করে এতে আমার প্রায় ২ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। আমি ও আমার পরিবার তাদের বাঁধা দিতে গেলে তারা ধারালো অস্ত্র নিয়ে আমাদের ধাওয়া দেয় আমরা প্রানে বাঁচতে সেখান থেকে চলে আসি। পরে প্রতক্ষদর্র্শীদের সাথে নিয়ে ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দ্বায়ের করি।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমান বলেন, ৮০টি আমের গাছ কেটে ফেলা ও ২টি টিনের ঘর ভেঙ্গে ফেলার অভিযোগ পেয়েছি । বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

তারিখ ঃ ২১.০৫.২০২৪ইং

ট্যাগস :
আপডেট সময় ০৩:০১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪
২৬৬ বার পড়া হয়েছে

ফুলবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে ফলজ গাছ ও ঘর ভেঙ্গে ফেলার অভিযোগ

আপডেট সময় ০৩:০১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪

 

দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার উত্তর সুজাপুুর গ্রামের মোসলেম আলীর আমের বাগানে থাকা ৮০টি আমের গাছ কর্তন ও সেখানে থাকা দ্ইুটি টিনের ঘর ভেঙ্গে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

পৌর এলাকার উত্তর সুজাপুুর গ্রামের আজিজার রহমান কালুর পুত্র মোঃ মোসলেম আলী (৪৩)
এই মর্মে ফুলবাড়ী থানায় অভিযোগ করে যে, সুজাপুর মৌজার ৩০৬ নং দাগের ১ একর ৫ শতকের মধ্যে ২৩ শতক জমি ক্রয় সুত্রে ও পৈত্রিক সুত্রে প্রাপ্ত হয়ে ভোগ দখল করে আসছি। উক্ত জমিতে আমি ৮০টি আমের বাগান ও দুইটি ঘর নির্মান করে বসবাস করে আসছি। গত ২০ মে সোমবার সকার ১১টায় আমার গ্যাতগোষ্টি মধ্যে একই গ্রামের আব্দুল পচার পুত্র মোঃ ইজারুল ইসলাম (৪৬), মৃৃত ফটিকের পুুত্র মোঃ মঞ্জুরুল ইসলাম (৪৫), আব্দুল পচার পুত্র মোঃ মিজান (৪৩), মোঃ ইজারুল ইসলামের স্ত্রী নাজমা বেগম (৩৫),নছিম উদ্দিনের পুত্র সাদেকুল (৪৭), মোছাঃ ফজিলা বেগম (৪২) স্বামী অজ্ঞাত বিবাদীগন আমার জমি তাদের দখলে নেওয়ার উদ্দেশ্যে উক্ত জমিতে লাগানো ৮০টি আমের গাছ কেটে ফেলে এবং উক্ত জমিতে থাকা দুইটি টিনের ঘর ভেঙ্গে ফেলে জিনিসপত্র নষ্ট করে এতে আমার প্রায় ২ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। আমি ও আমার পরিবার তাদের বাঁধা দিতে গেলে তারা ধারালো অস্ত্র নিয়ে আমাদের ধাওয়া দেয় আমরা প্রানে বাঁচতে সেখান থেকে চলে আসি। পরে প্রতক্ষদর্র্শীদের সাথে নিয়ে ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দ্বায়ের করি।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমান বলেন, ৮০টি আমের গাছ কেটে ফেলা ও ২টি টিনের ঘর ভেঙ্গে ফেলার অভিযোগ পেয়েছি । বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

তারিখ ঃ ২১.০৫.২০২৪ইং