ঢাকা-১৪ আসনকে আধুনিক ও আদর্শ নগরী গড়ার প্রত্যয়

ঢাকা-১৪ আসনকে আধুনিক ও আদর্শ নগরী গড়ার প্রত্যয়,
সকলের দোয়া ও সহযোগিতা কামনা স্বতন্ত্র এমপি প্রার্থী এস এ সিদ্দিক সাজুর।
ঢাকা-১৪ আসনকে একটি আধুনিক, পরিকল্পিত ও আদর্শ নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সকল শ্রেণি-পেশার মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র এমপি প্রার্থী এস এ সিদ্দিক সাজু।
তিনি আজ ফুটবল প্রতিক পেয়ে এক নির্বাচনী মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “ঢাকা-১৪ আসনের নাগরিক সুবিধা বৃদ্ধি, উন্নত যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপদ বসবাস নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। রাজনৈতিক বিভেদ ভুলে সবাইকে সঙ্গে নিয়ে একটি বাসযোগ্য ও মানবিক নগরী গড়ে তুলতে চাই।”
তিনি আরও বলেন, জনগণের সরাসরি অংশগ্রহণ ও সহযোগিতাই উন্নয়নের মূল চালিকাশক্তি। নির্বাচিত হলে তিনি এলাকার সার্বিক উন্নয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, সৈয়দ আবু বক্কর সিদ্দিক সাজু ( এস এ সিদ্দিক সাজু, নামেও পরিচিত,তিনি দারুস সালাম থানা বিএনপির আহ্বায়ক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাকে নমিনেশন না দেওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাকে গত ১১ জানুয়ারি দল থেকে বহিষ্কার করে।
ঢাকা ১৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুমি কে মনোনয়ন দেওয়া হয়েছে। সানজিদা ইসলাম তুলি মায়ের ডাকের প্রধান সমন্বয়ক।
এস এ সিদ্দিক সাজু স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামার পর থেকেই তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় ও গণসংযোগ জোরদার করেছেন। তার এই উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আলোচনা ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।




















