স্বৈরাচার সরকারের প্রভাবশালী নেতাদের দাপট দেখিয়ে ঋণ জালিয়াতের মাধ্যমে কমিশন বাণিজ্য


>বিল্ডিং নির্মানের আগেই ৫৭০ কোটি টাকা আত্মসাৎ নেপর্থে রয়েল টেক্সটাইলের চেয়ারম্যান আবুল কাশেম
>কমিশন বাণিজ্য করে কোটি কোটি টাকার সম্পদের মালিক
বিগত ফ্যাসিবাদী আওয়ামিলীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ও ফ্যাসিবাদ সরকারের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার প্রভাব খাটিয়ে ঋণ জালিয়াতি ও কমিশন বাণিজ্যের মাধ্যমে আবুল কাশেম এর অবৈধ সম্পদ অর্জনের বিরুদ্ধে তদন্তের আবেদন করেছে জনৈক জাকির হোসেন।
তিনি অভিযোগে লিখেন আমি জনস্বার্থে অভিযোগকারী মো.জাকির হোসেন,বিভিন্ন ব্যাংকে অর্থ ছাড়ে কমিশন বাণিজ্য দুবাই, মালয়েশিয়া অর্থ পাচারে সহযোগিতা ঋন জালিয়াতি সহায়তা কারি আবুল কাশেম ওরফে কমিশন কাশেম বিগত ফ্যাসিবাদী আওয়ামিলীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ও ফ্যাসিবাদ সরকারের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার প্রভাব খাটিয়ে অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন তিনি ফ্যাসিবাদ সরকারের একজন অন্যতম সহযোগী। সম্প্রতি অগ্রণী ব্যাংক, মতিঝিল শাখার ব্যবস্থাপনা পরিচালকের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির নামে ঋণ পাইয়ে দিয়ে মোটা অংকের কমিশন গ্রহণ করতেন তার এই কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে,কমিশন কাশেম’ নাম দিয়ে অগ্রণী ব্যাংকের কর্মকর্তারা সম্মিলিতভাবে দুদকে একটি অভিযোগ পাঠায়।অভিযোগে বলা হয়, নোমান গ্রুপ এবং তাদের অঙ্গ প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতিতে সহায়তা, বিভিন্ন ব্যাংকে ঋণ ছাড়ে কমিশন বাণিজ্য এবং দুবাই-মালয়েশিয়ায় অর্থ পাচারে সহযোগিতা করে অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন লোহাগড়া থানার আধুনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সিপাহী পাড়ার মরহুম আবদুর রশিদের ছেলে আবুল কাশেম।
বর্তমানে তিনি কলাবাগান মামা হালিমের গলি, ১৪২ নং এমএইচ ক্রিক লিয়ন (২য় তলা) ১নং লেক সার্কাসে পরিবারসহ বসবাস করছেন।
বিগত ১৪/১০/২০১৮- ইংরেজি তারিখ গুলশান সাব রেজিস্ট্রি অফিসে ৬৯৩৯ নং দলিলমূলে গুলশান এভিনিউ ১১৩নং রোডের ১১০নং প্লটের ২০ কাঠা জমি (দুইতলা পুরাতন বিল্ডিংসহ) কিনে নেন নোমান গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান জাবের এন্ড জুবায়ের ফেব্রিক্স লিমিটেড। দাতা মিসেস হামিদা হককে এজন্য ২শত কোটি টাকা মূল্য পরিশোধ করেন। ওই জায়গার নামকরণ করেন নুরুল ইসলাম হাউস।
ক্রয় করা সম্পত্তির উপর দুই তলা বিশিষ্ট পুরাতন ভবন ভেঙ্গে তদস্থলে বহুতল বিশিষ্ট ভবন নির্মাণ করা হবে মর্মে ঋণ নিতে সংগঠনের সঙ্গে জড়িত শহীদুল্লাহ চৌধুরী এবং আবুল কাশেমের সহযোগিতা চান। ২০১৯ সালে সোনালী ব্যাংক লিমিটেড, মতিঝিল শাখার ঋণ শাখার কর্মকর্তা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের ম্যানেজ করে ৫শ ৭০ সত্তর কোটি টাকার ঋণ নেন।
বিল্ডিং নির্মাণ কাজ শুরুর আগেই ৫শ ৭০ সত্তর কোটি কোটি টাকা সম্পূর্ণ আত্মসাৎ করে। এছাড়াও একই সম্পত্তি ব্যবহার করে সোনালী ব্যাংক লিমিটেডসহ আরও একাধিক ব্যাংক থেকে প্রায় ২শ ৮০ কোটি টাকা নোমান ও তার অঙ্গ সংগঠনকে ঋণ পাইয়ে দেয় আবুল কাশেম।
মোট ৮শ ৫০ কোটি টাকা ঋণের বিপরীতে বিগত ১৪/১০/২০১৮ ইংরেজি তারিখে রেজিস্ট্রি করা ৬৯৩৯ নং দলিলটাই জামানত হিসেবে রাখেন। প্রকৃতপক্ষে বর্ণিত জমির উপর এখন পর্যন্ত সংষ্কার কাজ হয়নি এবং দলিলে বর্ণিত দুই তলা বিশিষ্ট পুরাতন ভবনটিই বহাল তবিয়তে আছে।নোমান গ্রুপের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, পুত্র আবদুল্লাহ জাবের, জি.এম ফাইন্যান্স আবুল কালাম নান্টু, নির্বাহী পরিচালক ইমরান আহমদ চৌধুরী, শহিদুল্লাহ চৌধুরী এবং আবুল কাসেমের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের অধিনস্থ বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংক, বিমা, লিজিং ও ফাইন্যান্স প্রতিষ্ঠান থেকে জমির দলিল জাল জালিয়াতির মাধ্যমে মোটা অঙ্কের ঋণ নেন।
ভুয়া কোম্পানি, ভুয়া কল-কারখানা এবং ভুয়া পরিচালক দেখিয়ে বক্তিগত ঋণ, কর্পোরেট ঋণ, সিসি ঋণ, বন্ড লাইসেন্সের বিপরীতে ঋণ এবং ঋণের উপরে ঋণ পাইয়ে দিতে সহযোগিতা করেন আবুল কাশেম। বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংকের ম্যানেজার ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘুষ ও কমিশনের বিনিময়ে প্রায় ২২ হাজার কোটি টাকার উপরে নোমান গ্রুপের ঋণ পাইয়ে দিতে সহযোগিতা করেন আবুল কাশেম।
আবুল কাসেম তার নিজস্ব যোগাযোগ এবং কলাকৌশলে কমিশনের বিনিময়ে মাধ্যমে সোনালী ব্যাংক, রুপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ ব্যাংকের অধীনস্থ একাধিক ব্যাংকের কাছ থেকে নোমান গ্রুপকে ঋণ পাইয়ে দেন। এসব কমিশন বাণিজ্য, দুর্নীতিসহ নানা অনিয়মের ফলে অর্জিত আয়ে রহস্যজনকভাবে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন। আবুল কাশেম নিজের নামে গড়ে তুলেছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ ভুলতা গাউছিয়া মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে ১০/১২টি দোকানের মালিক আবুল কাশেম, যার আনুমানিক মূল্য ৪ কোটি টাকারও বেশি।
ঢাকার ফুলবাড়িয়া জাকির সুপার মার্কেট ও ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেটে তার বেশ কয়েকটি দোকান রয়েছে, যার আনুমানিক মূল্য ৩ কোটি টাকা, ধানমন্ডি কলাবাগান মামা হালিমের গলিতে ১৪২ নং হাউজের ২য় তলায় অত্যাধুনিক বিলাসবহুল ফ্ল্যাট, যার মূল্য প্রায় ৩ কোটি টাকা, গুলশান-২ এলাকায় ২০ কোটি টাকার অধিক মূল্যের জমি, বান্দরবানের লামা থানার আজিজনগর স্টেশনের রয়েলস টেক্সটাইল মিলস লি: যেখানে কোটি কোটি টাকার অত্যাধুনিক মেশিন, ছাড়াও একই এলাকায় ৪ তলা বিশিষ্ট অত্যাধুনিক ২টি মার্কেট যথাক্রমে রয়েল মার্কেট ও কাসেম শপিং কমপ্লেক্স, বিশাল ডেইরী ফার্মসহ নামী দামী জায়গায় জমিসহ বহু সম্পদের মালিক এই আবুল কাশেম। এসব সম্পদের আনুমানিক মূল্য প্রায় ৮শ ৫০ কোটি টাকা। আবুল কাশেম ল্যান্ড ক্রুজার প্রাডোসহ বিভিন্ন নতুন মডেলের নিত্য নতুন গাড়ী নিয়ে চলাফেরা করেন। চট্টগ্রামের লোহাগড়া আধুনগর সিপাহীর পাড়ায় রাজপ্রাসাদের মত বাড়ি, স্ত্রী, ছেলে-মেয়ের নামে বেনামে অবৈধ উপায়ে ব্যাংক ব্যালেন্স ও সম্পদ আছে। যাহার কোনো হিসাব নেই।কাসেম তার স্ত্রীর ব্যাংক একাউন্টটি সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়ায় অর্থ পাচারের কাজে ব্যবহার করেন।
এই বিষয়ে দুর্নীতি দমন কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংকেও একাধিক অভিযোগ করা হয়েছে। এসব অভিযোগে বলা হয়েছে যে, আবুল কাশেমের পৈত্রিক সম্পত্তি, তার ব্যবসা থেকে অর্জিত আয় এবং বর্তমান সম্পদ ও জীবনাচরণের মধ্যে ফারাক বহুগুণ।
এই বিষয়ে অভিযুক্ত আবুল কাশেমের সঙ্গে মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও ফোন কলটি রিসিভ করেনি,এমনকি হোয়াটসঅ্যাপে খুূদেবার্তা দিয়েও কোন উওর পাওয়া যায়নি।
আবুল কাশেমের আয়, সেই বৈধ আয়ের ক্রয় করা সম্পদের সঠিক তথ্য এবং আয়বহির্ভুত সম্পদের হিসাব মেলালেই বেরিয়ে আসবে থলের বিড়াল। ব্যাংক কর্মকর্তারা সম্মিলিতভাবে অভিযোগ করলেও ফ্যাসিবাদ সরকারের সাবেক মন্ত্রী বীর বাহাদুর ও ফ্যাসিবাদ সরকারের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার ক্ষমতার কাছে অভিযোগের কোন প্রতিকার পাওয়া যায় নাই।
এই দুর্নীতিবাজ প্রতারক আওয়ামী লীগের দোসর আবুল কাশেম ওরফে কমিশন কাশেমের দুর্নীতির বিষয়ে সুষ্ঠ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ ও করেন। নোমান গ্রুপকে জাল জালিয়াতি করে ৫৭০ কোটি টাকার ফিরিস্তি থাকবে আগামী সংখ্যায়