ঢাকা ০২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রাজবাড়ীতে অভিমান করে তরুণীর আত্মহত্যা লোহাগড়া বাজারে সরকারি সড়ক দখল করে তিনতলা ভবন নির্মাণ, চরম দুর্ভোগে পথচারীরা হতদরিদ্র শাহিনুর বেগমকে ঘর উপহার দিলেন- দেশ নায়ক তারেক রহমান একাত্তরের অমীমাংসিত বিষয়ে দুইবার সমাধান হয়েছে দাবি করেছেন -ইসহাক দার জনগণের ইচ্ছাতেই দায়িত্বভার গ্রহণ করেছি, কোন ইচ্ছা নেই সক্রিয়ভাবে রাজনীতিতে প্রবেশের -প্রধান উপদেষ্টা  কালুখালীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ২২ কোনো ষড়যন্ত্রেই কাজে আসবেনা যদি জনগন নির্বাচনমূখী হয়- স্বরাষ্ট্র উপদেষ্টা রাজবাড়ী পাংশাতে “Digital Skills Training for Students” কর্মসূচির সমাপনী অনুষ্ঠান পাঁচশত কোটি টাকা নিয়ে বিদেশে পলাতক পুষ্পধারার পরিচালক মাইনউদ্দিন র‍্যাব ৭ একটি আভিযানিক দলের অভিযানে পৃথক তিন মামলার ৩ আসামি প্রেফতার

ক্ষ/ম/তা/য় থাকুক বা না থাকুক বিএনপির সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে সবসময় এবং ছিল থাকবে-মহাসচিব বিএনপি

নিজস্ব প্রতিবেদক

ক্ষমতা থাকুক বা না থাকুক বিএনপি সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে থাকবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৪ মে) জাতীয় প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সম্পাদক পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের এই অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন।

বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা নির্দ্বিধায়, দৃঢ়চিত্তে, স্পষ্ট করে বলতে পারি, আমরা বরাবরই সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকব। এতে সরকারে থাকি আর না থাকি- এই ব্যাপারে আপনাদেরকে আমরা নিশ্চয়তা দিতে পারি।’

একই সঙ্গে গণমাধ্যমের ওপর অতীতের নিপীড়ন-নির্যাতন ও বিভিন্ন কালা-কানুনের বিরুদ্ধে দলের শক্ত অবস্থানের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এই ব্যাপারে আমরা লড়াই করে চলেছি, এখনো করছি। খুবই স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই, আমরা কখনোই অন্যায়ভাবে অন্যের মতকে (গণমাধ্যমের ওপর) চাপিয়ে দেওয়া সমর্থন করব না।

সংবাদপত্রের স্বাধীনতার বিষয়টি ২০১৬ সালে ঘোষিত ‘ভিশন-২০৩০’ এবং ২০২৩ সালে প্রণীত ৩১ দফার রাষ্ট্র কাঠামো মেরামতে সংস্কার কর্মসূচিতে রয়েছে বলে উল্লেখ করেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, আমাদের বিরুদ্ধে একরকম প্রচারণা চালানো হয় যে, আমরা নাকি সংস্কারের বিরুদ্ধে। আমরা সংস্কার না, নির্বাচন চাই। অথচ সংস্কার বিষয়টা শুরু হয়েছে আমাদের দ্বারা।
বিএনপি মহাসচিব আরও বলেন, চারটি সংবাদপত্র ছাড়া সবগুলো সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতায় আসলেন তিনি নিষিদ্ধ সংবাদপত্রগুলো আবার চালু করেছেন, স্বাধীনতা দিয়েছেন। আমরা বলি না যে, আমরা একেবারেই ধোয়া তুলশি পাতা। কিন্তু এই কথা নিঃসন্দেহে বলতে পারি যে, আমরা নিঃসন্দেহে সংবাদপত্রের স্বাধীনতার জন্য অনেক বেশি কাজ করেছি।

মির্জা ফখরুল বলেন, আমরা একটা ট্রানজিশনাল পিরিয়ডে আছি। অনেক রকম ঘটনা চলছে, অনেক রকম টানা-হেঁচড়া চলছে। তবে গণতন্ত্র যদি আমরা সত্যিকার অর্থে প্রতিষ্ঠা করতে চাই, চিন্তা-ভাবনাগুলোকে গণতান্ত্রিক করতে হবে।

নিজের বাবা সাবেক মন্ত্রী মির্জা রুহুল আমিনের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আমার বাবা মুসলিম লীগ করতেন। কিন্তু তিনি চিন্তাভাবনায়, কথা-বার্তায় তখনকার দিনের তুলনায় অনেক আধুনিক ছিলেন। তিনি সংস্কৃত পড়েছেন, ফার্সিও পড়েছেন। তিনি বলতেন, ‘আমি ছাড়া আর কেউ নেই, আমিই আছি সর্বত্র- আমাদের এই ‘আমি’ থেকে বেরিয়ে আসার দরকার।’ আমাদের সংবাদমাধ্যমে এই চর্চাটা বেশি করা দরকার। কোনো কোনো সংবাদ মাধ্যম আছেন তারা ভাবছেন, তারা যা বলছেন ওইটাই সঠিক। এর বাইরে কেউ বলতে গেলে তিনি হয়ে যাচ্ছেন ফ্যাসিস্টদের দোসর অথবা ভারতীয় দোসর, অথবা আওয়ামী লীগের দোসর।

ট্যাগস :
আপডেট সময় ০৫:৩৩:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
৮৫ বার পড়া হয়েছে

ক্ষ/ম/তা/য় থাকুক বা না থাকুক বিএনপির সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে সবসময় এবং ছিল থাকবে-মহাসচিব বিএনপি

আপডেট সময় ০৫:৩৩:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

ক্ষমতা থাকুক বা না থাকুক বিএনপি সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে থাকবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৪ মে) জাতীয় প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সম্পাদক পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের এই অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন।

বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা নির্দ্বিধায়, দৃঢ়চিত্তে, স্পষ্ট করে বলতে পারি, আমরা বরাবরই সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকব। এতে সরকারে থাকি আর না থাকি- এই ব্যাপারে আপনাদেরকে আমরা নিশ্চয়তা দিতে পারি।’

একই সঙ্গে গণমাধ্যমের ওপর অতীতের নিপীড়ন-নির্যাতন ও বিভিন্ন কালা-কানুনের বিরুদ্ধে দলের শক্ত অবস্থানের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এই ব্যাপারে আমরা লড়াই করে চলেছি, এখনো করছি। খুবই স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই, আমরা কখনোই অন্যায়ভাবে অন্যের মতকে (গণমাধ্যমের ওপর) চাপিয়ে দেওয়া সমর্থন করব না।

সংবাদপত্রের স্বাধীনতার বিষয়টি ২০১৬ সালে ঘোষিত ‘ভিশন-২০৩০’ এবং ২০২৩ সালে প্রণীত ৩১ দফার রাষ্ট্র কাঠামো মেরামতে সংস্কার কর্মসূচিতে রয়েছে বলে উল্লেখ করেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, আমাদের বিরুদ্ধে একরকম প্রচারণা চালানো হয় যে, আমরা নাকি সংস্কারের বিরুদ্ধে। আমরা সংস্কার না, নির্বাচন চাই। অথচ সংস্কার বিষয়টা শুরু হয়েছে আমাদের দ্বারা।
বিএনপি মহাসচিব আরও বলেন, চারটি সংবাদপত্র ছাড়া সবগুলো সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতায় আসলেন তিনি নিষিদ্ধ সংবাদপত্রগুলো আবার চালু করেছেন, স্বাধীনতা দিয়েছেন। আমরা বলি না যে, আমরা একেবারেই ধোয়া তুলশি পাতা। কিন্তু এই কথা নিঃসন্দেহে বলতে পারি যে, আমরা নিঃসন্দেহে সংবাদপত্রের স্বাধীনতার জন্য অনেক বেশি কাজ করেছি।

মির্জা ফখরুল বলেন, আমরা একটা ট্রানজিশনাল পিরিয়ডে আছি। অনেক রকম ঘটনা চলছে, অনেক রকম টানা-হেঁচড়া চলছে। তবে গণতন্ত্র যদি আমরা সত্যিকার অর্থে প্রতিষ্ঠা করতে চাই, চিন্তা-ভাবনাগুলোকে গণতান্ত্রিক করতে হবে।

নিজের বাবা সাবেক মন্ত্রী মির্জা রুহুল আমিনের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আমার বাবা মুসলিম লীগ করতেন। কিন্তু তিনি চিন্তাভাবনায়, কথা-বার্তায় তখনকার দিনের তুলনায় অনেক আধুনিক ছিলেন। তিনি সংস্কৃত পড়েছেন, ফার্সিও পড়েছেন। তিনি বলতেন, ‘আমি ছাড়া আর কেউ নেই, আমিই আছি সর্বত্র- আমাদের এই ‘আমি’ থেকে বেরিয়ে আসার দরকার।’ আমাদের সংবাদমাধ্যমে এই চর্চাটা বেশি করা দরকার। কোনো কোনো সংবাদ মাধ্যম আছেন তারা ভাবছেন, তারা যা বলছেন ওইটাই সঠিক। এর বাইরে কেউ বলতে গেলে তিনি হয়ে যাচ্ছেন ফ্যাসিস্টদের দোসর অথবা ভারতীয় দোসর, অথবা আওয়ামী লীগের দোসর।