সংবাদ শিরোনাম
১০ লাখ টাকার হেরোইন সহ মামলা গায়েবের অভিযোগ মোহাম্মদপুরের ওসি ইফতেখার

নিজস্ব প্রতিবেদক

রাজধানী মোহাম্মদপুরে গত ৭ মে রাতে জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে সাদ্দাম নামে এক মাদক ব্যবসায়ীকে ১০ লাখ টাকার হেরোইন সহ গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। সাদ্দামের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে মোহাম্মদপুর থানা পুলিশ। সেই মামলার প্রাথমিক বিবরণীর ড্রাফট, সাধারণ ডায়েরী সহ একাধিক ডকুমেন্টস রাখলেও তাকে পূর্বের মামলায় গ্রেফতার দেখিয়ে ১০ লাখ টাকার হেরোইন আত্মসাৎ’র অভিযোগ পাওয়া গেছে।
১০ লাখ টাকার হেরোইন আটকের ঘটনায় সাদ্দামকে গ্রেফতার করলেও হেরোইন সহ সেই মামলাটি গায়েব করে দিয়েছে মোহাম্মদথানার ওসি ইফতেখার। সাদ্দামকে হিরোইন সহ আটকের মামলায় গ্রেফতার না দেখিয়ে, তার বিরুদ্ধে ২০২৪ সালের একটি মামলায় তাকে কোর্টে চালান দেয়া হয়। কিন্তু আসামির কাছ থেকে জব্দকৃত হিরোইন কোর্টে জমা দেয়নি মোহাম্মদ থানা পুলিশ।
জানা গেছে, সাদ্দামের কাছ থেকে জব্দকৃত হিরোইন আদালতে জমা না দিয়ে হেরোইন এবং মামলাটি গায়েব করেছে মোহাম্মদপুর থানার ওসি ইফতেখার। আর সাদ্দামকে গত বছরের একটি মামলার ওয়ারেন্ট থাকায়,সেই মামলায় চালান দেয়া হয়েছে।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসির কাছে প্রশ্ন করলে তিনি গত ০৭ মে ৩০২৫ তারিখে ১০০ গ্রাম হেরোইন সহ আটক হওয়া মাদক ব্যবসায়ীর হেরোইন এবং মামলার বিষয় কিছুর উওর দিতে পারেননি।
ট্যাগস :