উল্লাপাড়ায় পিতার হত্যা মামলায় ছেলের মৃত্যুদণ্ড


সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলংগায় পিতা ইদ্রিস আলী কে শ্বাসরোধে হত্যা মামলার বাদী ছেলে রেজাউল করিম লাবুকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত – ৩’র বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান আসামীদের উপস্থিতিতে এ রায় দেন।
মামলার অপর দুই আসামিকে তিন মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মৃত্যুদন্ডপ্রাপ্ত রেজাউল করিম লাবু সলংগা থানার কৈমাঝুরিয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, লাবুর মা রেনুকা বেগম, লাবুর স্ত্রী ইসমতারা বেগম।
সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রাজজ আদালতের এপিপি আ্যডভোকেট আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ৩ মার্চ ভোর রাতে নিখোঁজ হন ইদ্রিস আলী। নিখোঁজের একদিন পর ৪ মার্চ দুপুরে অলিদহ গ্রামের হাফিজুর রহমানের পুকুরে গলায় রশি পেচানো অবস্থায় ইদ্রিস আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় রেজাউল করিম লাবু বাদী হয়ে অজ্ঞাতনামীয় আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। মামালার তদন্ত শেষ তদন্তকারী কর্মকর্তা হুমায়ুন কবির, বাদী রেজাউল করিম লাবু, ও তার সৎ মা রেনুকা বেগম এবং স্ত্রী ইসমতারা বেগম কে অভিযুক্ত করে চার্জশিট দেন।
দীর্ঘ শুনানি শেষে বিচারক আজ এ রায় ঘোষণা করেন। ১৬৪ ধারায় জবানবন্দিতে আসামীদ্বয় এ হত্যাকান্ডের দায় স্বীকার করেন।