ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
 নড়াইলে নতুন পুলিশ সুপারের আব্দুল্লাহ- আল মামুন শিকদার- দায়িত্ব গ্রহণ ডিআরইউ নির্বাচন আজ: সাংবাদিকদের মিলনমেলায় ভোটগ্রহণ চলছে লোহাগড়া উপজেলায় গৃহবধূ গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ যারা ঠিকমতো খেতে পারে না, ডিপ্রেশনে থাকে, তারাই অন্যকে নিয়ে সমালোচনা করে: মারিয়া মিম নড়াইলের নতুন পুলিশ সুপার আল মামুন  ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প, আতঙ্কিত নগরবাসী নড়াইলে বিএনপির অফিস উদ্বোধন দালাল রোমানের দখলে কোনাবাড়ী ভূমি অফিস-সেবা পেতে সাধারণ মানুষ জিম্মি” রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১৬টি ইউনিটের চেষ্টায়ও নিয়ন্ত্রণে আনা যায়নি আগুন পদোন্নতি পেলেন লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ১৫ শিক্ষক

হাজি সেলিমের চকবাজারের বাসায় যৌথ বাহিনীর অভিযান

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাবেক সাংসদ হাজী সেলিমের ঢাকার চকবাজার এলাকার বাসায় অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী।

রোববার বেলা ১১টার পর দেবীদাস ঘাট লেইনের ‘গুলশান আরা মাসুদ’ নামের বাসায় এ অভিযান শুরু হয় বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

তবে কী কারণে এই অভিযান, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

পুলিশের লালবাগ বিভাগের উপ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী গণমাধ্যমকে বলেন, “বিস্তারিত জানা নেই। তবে তারা আমাদের কাছে পুলিশ চেয়েছিল, সে অনুযায়ী সহায়তা করতে আমরা পুলিশ দিয়েছি।”

রাজনৈতিক পটপরিবর্তনের ২০২৪ সালের ১ সেপ্টেম্বর পুরান ঢাকার বংশাল এলাকা থেকে হাজী সেলিমকে গ্রেপ্তার করা হয়। এরপর হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

হাজী সেলিম ঢাকা-৮ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন ১৯৯৬ সালে। ২০০১ সালে তিনি আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিলেও বিএনপির নাসির উদ্দিন আহমেদ পিন্টুর কাছে হেরে যান।২০১৪ সাধারণ নির্বাচনে ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের টিকেট না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন হাজী সেলিম। নৌকার প্রার্থী মোস্তফা জালাল মহিউদ্দিনকে হারিয়ে এমপি হওয়ার পর সংসদের ১৬ জন স্বতন্ত্র সদস্যকে নিয়ে জোট গঠন করেন।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগের মনোনয়নে এমপি হন হাজী সেলিম।

পরে দুর্নীতির মামলায় দশ বছরের সাজা হলে তার সংসদ সদস্য পদে থাকা নিয়ে প্রশ্ন ওঠে। সাজার পর তাকে কারাগারেও যেতে হয়েছিল। পরে অবশ্য জামিনে মুক্ত হন তিনি।চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাজী সেলিম প্রার্থী হননি।

তার ছেলে সোলায়মান মোহাম্মদ সেলিম ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের টিকেটে ভোট করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনিও গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন।

ট্যাগস :
আপডেট সময় ০৯:৫৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
৩৭ বার পড়া হয়েছে

হাজি সেলিমের চকবাজারের বাসায় যৌথ বাহিনীর অভিযান

আপডেট সময় ০৯:৫৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

আওয়ামী লীগের সাবেক সাংসদ হাজী সেলিমের ঢাকার চকবাজার এলাকার বাসায় অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী।

রোববার বেলা ১১টার পর দেবীদাস ঘাট লেইনের ‘গুলশান আরা মাসুদ’ নামের বাসায় এ অভিযান শুরু হয় বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

তবে কী কারণে এই অভিযান, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

পুলিশের লালবাগ বিভাগের উপ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী গণমাধ্যমকে বলেন, “বিস্তারিত জানা নেই। তবে তারা আমাদের কাছে পুলিশ চেয়েছিল, সে অনুযায়ী সহায়তা করতে আমরা পুলিশ দিয়েছি।”

রাজনৈতিক পটপরিবর্তনের ২০২৪ সালের ১ সেপ্টেম্বর পুরান ঢাকার বংশাল এলাকা থেকে হাজী সেলিমকে গ্রেপ্তার করা হয়। এরপর হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

হাজী সেলিম ঢাকা-৮ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন ১৯৯৬ সালে। ২০০১ সালে তিনি আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিলেও বিএনপির নাসির উদ্দিন আহমেদ পিন্টুর কাছে হেরে যান।২০১৪ সাধারণ নির্বাচনে ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের টিকেট না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন হাজী সেলিম। নৌকার প্রার্থী মোস্তফা জালাল মহিউদ্দিনকে হারিয়ে এমপি হওয়ার পর সংসদের ১৬ জন স্বতন্ত্র সদস্যকে নিয়ে জোট গঠন করেন।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগের মনোনয়নে এমপি হন হাজী সেলিম।

পরে দুর্নীতির মামলায় দশ বছরের সাজা হলে তার সংসদ সদস্য পদে থাকা নিয়ে প্রশ্ন ওঠে। সাজার পর তাকে কারাগারেও যেতে হয়েছিল। পরে অবশ্য জামিনে মুক্ত হন তিনি।চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাজী সেলিম প্রার্থী হননি।

তার ছেলে সোলায়মান মোহাম্মদ সেলিম ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের টিকেটে ভোট করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনিও গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন।