দেশের ৯ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

সরকার দেশের আরও নয় জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
নতুন পদায়নে দেশের প্রশাসনিক কাঠামোয় উল্লেখযোগ্য রদবদল এসেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
নতুন জেলা প্রশাসকদের তালিকা:চট্টগ্রাম: জাহিদুল ইসলাম মিঞা (পূর্বে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক)
লক্ষ্মীপুর: এস এম মেহেদী হাসান (পরিচালক, বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র – বিপিএটিসি)
মুন্সীগঞ্জ: সৈয়দা নুরমহল আশরাফী (উপসচিব, পরিকল্পনা বিভাগ)
নেত্রকোনা: মো. সাইফুর রহমান (উপসচিব, নৌপরিবহন মন্ত্রণালয়)
চাঁপাইনবাবগঞ্জ: মো. শাহাদাত হোসেন মাসুদ (উপসচিব, অর্থ বিভাগ)
নওগাঁ: মোহাম্মদ সাইফুল ইসলাম (পরিচালক, প্রধান উপদেষ্টা কার্যালয়)খাগড়াছড়ি: মো. আনোয়ার সাদাত (উপসচিব,নৌপরিবহন মন্ত্রণালয়)
কুমিল্লা: মু. রেজা হাসান (প্রধান নির্বাহী কর্মকর্তা, রাজশাহী জেলা পরিষদ)নারায়ণগঞ্জ: মো. রায়হান কবির (উপসচিব, জনবিভাগ)
সাম্প্রতিক ডিসি নিয়োগের ধারাবাহিকতায়,এর আগে ৯ নভেম্বর দেশের আরও ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়।
সেসব জেলা হলো-ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, জামালপুর, মেহেরপুর, কিশোরগঞ্জ, ঝালকাঠি, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, জয়পুরহাট, ময়মনসিংহ ও মানিকগঞ্জ।
আর ৮ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় ১৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেয়। এসব জেলার মধ্যে রয়েছে- নোয়াখালী, হবিগঞ্জ, গাজীপুর, ঢাকা, গাইবান্ধা, বরগুনা, বগুড়া, সিরাজগঞ্জ, মাগুরা, পিরোজপুর, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, কুষ্টিয়া ও ভোলা।
এতে করে নভেম্বর মাসেই তিন দফায় মোট ৩৮ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। প্রশাসনিক পুনর্বিন্যাসের এই উদ্যোগকে চলমান প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে দেখা হচ্ছে।























