রাজবাড়ী জেলা বিক্রয় প্রতিনিধি জোট ওয়েলফেয়ার সোসাইটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট ওয়েলফেয়ার সোসাইটি রাজবাড়ী জেলা শাখার মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেল ৪টায় সংগঠনের জেলা কার্যালয়ে এ সভা আয়োজিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান।
সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা শাখার সভাপতি মোঃ এহসান উদ্দিন টুটুল।বক্তব্যে প্রধান অতিথি ও বিশেষ অতিথি সংগঠনের সাংগঠনিক উন্নয়ন, বিক্রয় প্রতিনিধিদের কল্যাণ নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন—রাজবাড়ী জেলা শাখার সহ-সভাপতি মোঃ হেলাল, সাধারণ সম্পাদক মিলন, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, প্রচার সম্পাদক মুক্তার হোসেন।
এছাড়া বালিয়াকান্দি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মহিন উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মোঃ জিহাদ, কালুখালী উপজেলা শাখার সভাপতি ইয়াহিয়া শাহ ও সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান উপস্থিত ছিলেন।
পাংশা উপজেলা বিক্রয় প্রতিনিধি জোটের সভাপতি রনি কুমার ঘোষ, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শাজাহান খান, সাংগঠনিক সম্পাদক সামসু শেখ এবং আইন সম্পাদক হাসানুর রহমান সভায় অংশগ্রহণ করেন।
সভার শেষে সংগঠনের সামগ্রিক কার্যক্রম জোরদার ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তৃত আলোচনা করা হয়।























