বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রের সর্বোচ্চ শ্রদ্ধা -রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার

আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর পাকিস্তানি হানাদার বাহিনীর পরাজয়ের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
মহান বিজয় দিবস উপলক্ষে ভোরের প্রথম প্রহরেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। তাঁরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের স্মরণ করেন এবং তাঁদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানানো হয়। এ সময় স্মৃতিসৌধ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন, গার্ড অব অনার প্রদানসহ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা তাঁদের বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তাঁরা বলেন, স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে এবং একটি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে বিজয় দিবসের আদর্শ আমাদের অনুপ্রেরণা জোগায়।
মহান বিজয় দিবস উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জাতি আজ গভীর শ্রদ্ধা, গর্ব ও আনন্দের সঙ্গে স্মরণ করছে সেই সব বীর শহীদকে, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ।















