জনকল্যাণমূখী রাষ্ট্র গঠনে আদর্শভিত্তিক রাজনীতির বিকল্প নেই


যুক্তরাজ্য বিএনপি’র সহ সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আইন বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার এ.কে.এম কামরুজ্জামান বলেছেন, বিএনপিকে ক্ষমতায় দেখতে চাইলে নেতা-কর্মিদের জনগণের কাছে যেতে হবে, তাদের ভালোবাসা অর্জন করতে হবে, বেশি বেশি মানবিক ও সামাজিক কাজে সম্পৃক্ত থাকতে হবে। সে সঙ্গে আচরণের পরিবর্তন আনতে হবে। যারা ৫ আগস্টের পর বিএনপি’র পরিচয়ে বিভিন্নভাবে চাঁদাবজী, তদবীরবাজী,বালুমহল দখল, জমিদখলসহ নানা সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত, তা কোন ভাবেই বিএনপি’র রাজনীতির সাথে যায় না। সম্প্রতি তারেক রহমানের বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, যারা বিভিন্ন অপকর্মে লিপ্ত আছেন তারা বিএনপি’র কেউ হতে পারে না। তাই এ বিষয়ে প্রতিটি নেতা কর্মিকে সতর্ক থাকতে হবে।
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা বিএনপি,পৌর বিএনপিসহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত ‘যৌথ বর্ধিত সভায়‘ প্রধান অথিতির ভাষণে তিনি এ সব কথা বলেন।
ব্যারিস্টার কামরুজ্জামান (জামান) বলেন, ৭২-৭৫ সালে খুন-গুমসহ দেশে এক নায়কতন্ত্র কায়েম করা হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। রাজনীতি কেন, কিসের জন্য, কার জন্য, রাজনীতি দেশের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য। তিনি িএসে বাস্তবে তা দেখিলে দিয়েছিলেন। তিনি অতি অল্প সময়ে অনেক কাজ করে গেছেন। এত জনপ্রিয়তা অর্জন করেছিলেন যে পৃথিবীর খুব কম রাষ্ট্রনায়ক তা করতে পেরেছিলেন। তাঁর আদর্শ, সততা, দেশপ্রেম, আগামীতেও অনুকরণীয় হয়ে থাকবে। ৩১ দফার কথা উল্লেখ করে তিনি বলেন, বৈষম্যমুক্ত আধুনিক জ্ঞানভিত্তিক জনকল্যাণমূখী রাষ্ট্র গঠনে যা যা প্রয়োজন বিএনপি’র ৩১ দফায় সবই আছে। স্লোগান নির্ভর ট্রেডিশনাল রাজনীতি করলে চলবে না। শহীদ জিয়ার আদর্শ ধারণ করে, লালন করে পাড়ায় মহল্লায় ঘরে ঘরে এই ৩১ দফার কথাগুলো ছড়িয়ে দিতে হবে। জ্ঞানভিত্তিক আলোচনার জন্য কর্মশালার আয়োজন করতে হবে। শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন হলে তারেক রহমানের নেতৃত্ব বাস্তবায়ন হবে।
শুক্রবার (১৮এপ্রিল) বিকালে ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত যৌথবর্ধিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপি’র উপদেষ্টা সদস্য অধ্যক্ষ মো. খুরশিদ আলম মতি। উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নবিউল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. জুলফিকার আলী ও উপজেলা যুবদলের সদস্য সচিব মো. মাহাবুব আলম মিলনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব মো. আবুল বাশার, উপজেলা বিএনপি’র সহ সভাপতি মো. নজমুল হক নাজিম, মো. আব্দুল মজিদ মন্ডল, মো. আইনুল হক মঞ্জু,উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান (মিন্টু) উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো.নবাব আলী সরকার, উপজেলা যুবদলের আহবায়ক মো. আবু সাঈদ সরকার,পৌর যুব দলের আহবায়ক মো.শফিকুল ইসলাম জুয়েল, জেলা বাস্তুহারা দলের সভাপতি ও খয়েরবাড়ী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. আনোয়ার হোসেন চৌধুরি, পৌর বিএনপি’র সহ সভাপতি মো.আলাউদ্দিন, উপজেলা বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হক প্রমূখ।
এ সময় বক্তব্যে দলের অভ্যন্তরীণ বিভেদ নিরসনে উদ্যোগ গ্রহণে ব্যারিস্টার কামরুজ্জামানের দৃষ্টি আকর্ষণ করেন অতিথিবৃন্দ।
তারিখ ১৯.০৪.২০২৫