ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ঢাকা-১৪ আসনকে আধুনিক ও আদর্শ নগরী গড়ার প্রত্যয় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পাচ্ছেন হাবিপ্রবি’র ১৫৩ শিক্ষার্থী ফসলের জমি পরিদর্শন ও পরামর্শ প্রদান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পাংশা রিপোর্টাস ইউনিটির সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় পাংশায় ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’র বিশেষ প্রচারণা দিনাজপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিরপুরে যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল উল্লাপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ মাদক কারবারি গ্রেফতার সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থার শীতউপহার বিতরণ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সপরিবারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

এর আগে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে বের হয়ে তিনি নিজ বাসভবনের উদ্দেশে যান। সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে বাসভবনে প্রবেশ করে মাত্র পাঁচ মিনিট অবস্থান শেষে ৬টা ৫২ মিনিটে সেখান থেকে বের হন তিনি। পরে ‘সবার আগে বাংলাদেশ’ লেখা একটি বাসে করে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার উদ্দেশে রওনা দেন তারেক রহমান।

সৌজন্য সাক্ষাতে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক ধারার অগ্রগতি এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

রাজনৈতিক অঙ্গনে এ সৌজন্য সাক্ষাৎকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাঁদের মতে,বর্তমান প্রেক্ষাপটে শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার মধ্যে এ ধরনের বৈঠক রাজনৈতিক সংলাপ ও পারস্পরিক বোঝাপড়ার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

ট্যাগস :
আপডেট সময় ০৩:৫১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
২ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় ০৩:৫১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সপরিবারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

এর আগে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে বের হয়ে তিনি নিজ বাসভবনের উদ্দেশে যান। সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে বাসভবনে প্রবেশ করে মাত্র পাঁচ মিনিট অবস্থান শেষে ৬টা ৫২ মিনিটে সেখান থেকে বের হন তিনি। পরে ‘সবার আগে বাংলাদেশ’ লেখা একটি বাসে করে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার উদ্দেশে রওনা দেন তারেক রহমান।

সৌজন্য সাক্ষাতে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক ধারার অগ্রগতি এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

রাজনৈতিক অঙ্গনে এ সৌজন্য সাক্ষাৎকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাঁদের মতে,বর্তমান প্রেক্ষাপটে শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার মধ্যে এ ধরনের বৈঠক রাজনৈতিক সংলাপ ও পারস্পরিক বোঝাপড়ার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।