গোদাগাড়ীতে অবৈধ মাদকদ্রব্য হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মাদারপুর নামক এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামি মোঃ হাসিবুল হাসান হাসিব (২৭), পিতা- মৃত হানিফ উদ্দিন, সাং-কাশার জেলরোড, থানা-ময়মনসিংহ সদর, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করে এবং জব্দকৃত আলামত হেরোইন-৩৯ গ্রাম, মোবাইল-০২টি, সীম-০২টি, নগদ-১৯,০০০/-টাকা, ডিজিটাল ওয়েট মেশিন-০১টি উদ্ধার করে ।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি এর আভিযানিক দল জানতে পারে যে, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মাদারপুর নামক এলাকায় ০১ জন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য হেরোইন সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে সিপিএসসি, র্যাব-৫ এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে ০১ জন আসামিকে আটক করে এবং ধৃত আসামির দেহ তল্লাশি করে ৩৯ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করে।
ধৃত আসামি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে নিজ পেশার আড়ালে ছদ্মবেশে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য হেরোইনসহ বিভিন্ন ধরণের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট খুচরা ও পাইকারি বিক্রয় করে আসছিল ।
ধৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।