আসন্ন জাতীয় সংসদ নির্বাচন: স্বতন্ত্র প্রার্থী এস এ সিদ্দিক সাজুর প্রথম গণসংযোগ অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৪ আসনের স্বতন্ত্র প্রার্থী (ফুটবল মার্কা) এস এ সিদ্দিক সাজু তাঁর প্রথম গণসংযোগ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছেন।
উক্ত গণসংযোগটি হযরত শাহআলী বোগদাদি (রহ.) মাজার প্রাঙ্গন থেকে শুরু হয়ে মিরপুর ১ নম্বর এলাকা অতিক্রম করে সনি সিনেমা হল, ঈদগা মাঠ, হয়ে মিরপুর স্টেডিয়ামের সামনে গিয়ে শেষ হয়। কর্মসূচির পুরো সময়জুড়ে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসাহ লক্ষ্য করা যায়।
গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত নির্বাচনী বক্তব্যে এস এ সিদ্দিক সাজু বলেন, তিনি জনগণের ভোট ও দোয়ায় নির্বাচিত হয়ে ঢাকা-১৪ আসনকে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য এলাকায় রূপান্তরিত করতে চান।এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নাগরিক সেবার উন্নয়নকে তিনি তাঁর অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, দল-মতের ঊর্ধ্বে উঠে জনগণের কল্যাণে কাজ করাই তাঁর মূল লক্ষ্য। এ সময় তিনি এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সমর্থকরা উপস্থিত ছিলেন।




















