লোহাগড়ায় আধিপত্য বিস্তারের ঘটনায় ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাতের কব্জি বিচ্ছিন্নের ঘটনা ঘটেছে


নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় এলাকায় আধিপত্য বিস্তারের জেরে ফকির মিরাজুল ইসলাম মিরাজ (৬০) নামের এক ইউনিয়ন বিএনপি নেতার হাতের কবজি বিচ্ছিন্ন হয়েছে প্রতিপক্ষের হামলায়। এ সময় মিরাজুলের ভাই ইমরান ফকির ও প্রতিবেশী বাবুল শরীফ আহতও হন।
আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে। ফকির মিরাজুল ইসলাম মিরাজ উপজেলার কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি।পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি মিরাজ ফকির,ফকির বংশের সঙ্গে আওয়ামী লীগপন্থি ইউনিয়ন পরিষদ সদস্য রওশন কাজী,কাজী বংশের মধ্যে বিরোধ চলে আসছে দীর্ঘদিন। আজ দুপুরে বিরোধের জের ধরে সারুলিয়া গ্রামে মিরাজ ফকিরের বাড়িতে রওশন কাজির সমর্থকরা হামলা চালালে এই আহত হওয়ার ঘটনা ঘটে। হামলায় মিরাজ ফকিরের ডান হাত থেকে কবজি বিচ্ছিন্ন হয়ে যায়।
এ সময় তাদেরকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য মিরাজ ফকির ও বাবুল শরীফকে ঢাকায় পাঠানো হয়। কয়েক বছর আগে প্রতিপক্ষের হামলায় মিরাজ ফকিরের বাম পায়ের হাঁটুর নিচের অংশ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বলেও জানান স্বজনরা।
এ বিষয়টি নিশ্চিত করে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, এই ঘটনায় এখনও কোনো মামলা দায়ের বা কেউ আটক হয়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ও এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।