ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রাজধানীতে “সমাজ উন্নয়নে পেশাজীবীদের করণীয়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি ওয়েলফেয়ার সোসাইটির পাংশা উপজেলার দ্বিবার্ষিকী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সরকারি বাঙলা কলেজের রাজবাড়ী জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটির আত্মপ্রকাশ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপির উদ্যোগে তৃণমূল কর্মীসভা অনুষ্ঠিত শাহ আলী থানা যুবদল নেতা নয়ন ও জহিরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত গোপালগঞ্জে বর্বরোচিত হামলার প্রতিবাদে কোনাবাড়ীতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল শ্রীনগর বাড়ৈখালী ইউনিয়ন যুবদলের ত্যাগী নেতা মনির নড়াইল লোহাগড়ায় জমিজমা বিরোধে জোড়া খুনের ঘটনা ঘটেছে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ।। তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে কমিটির সভাপতি, উচ্চতর গ্রেড নিয়ে লক্ষাধিক টাকা লুফে নেওয়ার অভিযোগ

তান্ডব সিনেমা চালিয়ে বিপাকে হল মালিক ২০ – ২৫ জনের বেশি দর্শক নেই

বিনোদন প্রতিবেদক

বছর শেষে ঈদ আসে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই আনন্দকে আরও অনেক গুণ বাড়িয়ে দিতে মুক্তি দেওয়া হয় নতুন সিনেমা ও নাটক। এবারের কোরবানির ঈদেও তার ব্যতিক্রম নয়। এই ঈদে মুক্তি পেয়েছে ছয়টি চলচ্চিত্র। যার মাঝে  দর্শকপ্রিয়তায় এগিয়ে আছে শাকিব খানের ‘তাণ্ডব’। তবে খোঁজ নিয়ে জানা গেছে, ছবিটি মাল্টিপ্লেক্সে আশানুরূপ দর্শক পেলেও সিঙ্গেল স্ক্রিনে পাচ্ছে না। কোনো কোনো সিনেমা হলে ভুগছে দর্শক খরায়।

ঢাকার অদূরের উপজেলা শহর নাগরপুরের রাজিয়া সিনেমা হলে এমন চিত্র দেখা যাচ্ছে। প্রতি শো’য় ২০-২৫ জনের বেশি দর্শক পাচ্ছে না কিং খানের সদ্য মুক্তিপ্রাপ্ত ‘তাণ্ডব’। খবরটি জানিয়েছেন রাজিয়া সিনেমা হলের দায়িত্বে থাকা মো: আমিন।

তিনি বলেন, প্রথম দুই দিন ভালো দর্শক পেয়েছিলাম। এরপর থেকেই দর্শক খরা চলছে। একেবারেই লজ্জাজনক অবস্থা। ২০-২৫ জনের বেশি দর্শক হচ্ছে না। আমরা রীতিমতো হতাশ। বেশি রেন্টালে ছবিটি নিয়ে লোকসানে পড়তে হলো।

কেন এই দুর্দশা জানতে চাইলে আমিন বলেন, ছবিটি ভালো তবে সাধারণ দর্শকের জন্য না। সাধারণ দর্শক আইটেম গান চান, মিশা সওদাগরের মতো একজন ভিলেন চান। এই ছবিতে এরকম কিছু নেই। দুটি গানের শেষে নায়িকাও নেই। সব মিলিয়ে একটি বাণিজ্যিক সিনেমার জন্য যে উপকরণ দরকার এই ছবিতে তার ঘাটতি আছে। গোটা ছবি শাকিব খান টেনে নিয়েছেন। তিনি ছাড়া দর্শক ধরে রাখার মতো কেউ নেই সিনেমাটিতে।

আমিন বলেন, আমরা তো শাকিব খানের সিনেমা বলে বেশি রেন্টাল দিয়ে ছবি এনেছিলাম। কিন্তু এখন পড়তে হলো লোকসানের মুখে। এমনিতেই আজকাল সিনেমার দুর্দশা। ঈদের ছবি চালিয়ে লোকসান পুষিয়ে নেওয়ার আশায় থাকেন হল মালিকেরা। কিন্তু এবার তো দেখছি সেটিও হচ্ছে না।

এদিকে একই চিত্র নওগাঁ জেলার দেলুয়াবাড়ি এলাকার ফাইভ স্টার সিনেমা হলে। তারকাবহুল সিনেমাটি প্রচারণার পরও আশানুরূপ দর্শক টানতে ব্যর্থ হয়েছে। যে কারণে সিনেমাটি নামিয়ে দিয়েছে।

হল কর্তৃপক্ষ জানায়, তাণ্ডব হাই রেন্টালে চালানো হচ্ছিল, কিন্তু দর্শকসংখ্যা দিন দিন কমে যাচ্ছিল। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কায় সিনেমা হলে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়। তাই তাণ্ডব নামিয়ে অন্য সিনেমা চালানোর সিধান্ত নিয়েছি।

নির্মাতা রায়হান রাফীর পরিচালনায় শাকিব ছাড়াও ‘তাণ্ডবে’ সিনেমায় অভিনয় করেছেন সাবিলা, রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, কাজী রাকায়েত প্রমুখ।

ট্যাগস :
আপডেট সময় ১০:১৫:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
৩৪ বার পড়া হয়েছে

তান্ডব সিনেমা চালিয়ে বিপাকে হল মালিক ২০ – ২৫ জনের বেশি দর্শক নেই

আপডেট সময় ১০:১৫:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫

বছর শেষে ঈদ আসে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই আনন্দকে আরও অনেক গুণ বাড়িয়ে দিতে মুক্তি দেওয়া হয় নতুন সিনেমা ও নাটক। এবারের কোরবানির ঈদেও তার ব্যতিক্রম নয়। এই ঈদে মুক্তি পেয়েছে ছয়টি চলচ্চিত্র। যার মাঝে  দর্শকপ্রিয়তায় এগিয়ে আছে শাকিব খানের ‘তাণ্ডব’। তবে খোঁজ নিয়ে জানা গেছে, ছবিটি মাল্টিপ্লেক্সে আশানুরূপ দর্শক পেলেও সিঙ্গেল স্ক্রিনে পাচ্ছে না। কোনো কোনো সিনেমা হলে ভুগছে দর্শক খরায়।

ঢাকার অদূরের উপজেলা শহর নাগরপুরের রাজিয়া সিনেমা হলে এমন চিত্র দেখা যাচ্ছে। প্রতি শো’য় ২০-২৫ জনের বেশি দর্শক পাচ্ছে না কিং খানের সদ্য মুক্তিপ্রাপ্ত ‘তাণ্ডব’। খবরটি জানিয়েছেন রাজিয়া সিনেমা হলের দায়িত্বে থাকা মো: আমিন।

তিনি বলেন, প্রথম দুই দিন ভালো দর্শক পেয়েছিলাম। এরপর থেকেই দর্শক খরা চলছে। একেবারেই লজ্জাজনক অবস্থা। ২০-২৫ জনের বেশি দর্শক হচ্ছে না। আমরা রীতিমতো হতাশ। বেশি রেন্টালে ছবিটি নিয়ে লোকসানে পড়তে হলো।

কেন এই দুর্দশা জানতে চাইলে আমিন বলেন, ছবিটি ভালো তবে সাধারণ দর্শকের জন্য না। সাধারণ দর্শক আইটেম গান চান, মিশা সওদাগরের মতো একজন ভিলেন চান। এই ছবিতে এরকম কিছু নেই। দুটি গানের শেষে নায়িকাও নেই। সব মিলিয়ে একটি বাণিজ্যিক সিনেমার জন্য যে উপকরণ দরকার এই ছবিতে তার ঘাটতি আছে। গোটা ছবি শাকিব খান টেনে নিয়েছেন। তিনি ছাড়া দর্শক ধরে রাখার মতো কেউ নেই সিনেমাটিতে।

আমিন বলেন, আমরা তো শাকিব খানের সিনেমা বলে বেশি রেন্টাল দিয়ে ছবি এনেছিলাম। কিন্তু এখন পড়তে হলো লোকসানের মুখে। এমনিতেই আজকাল সিনেমার দুর্দশা। ঈদের ছবি চালিয়ে লোকসান পুষিয়ে নেওয়ার আশায় থাকেন হল মালিকেরা। কিন্তু এবার তো দেখছি সেটিও হচ্ছে না।

এদিকে একই চিত্র নওগাঁ জেলার দেলুয়াবাড়ি এলাকার ফাইভ স্টার সিনেমা হলে। তারকাবহুল সিনেমাটি প্রচারণার পরও আশানুরূপ দর্শক টানতে ব্যর্থ হয়েছে। যে কারণে সিনেমাটি নামিয়ে দিয়েছে।

হল কর্তৃপক্ষ জানায়, তাণ্ডব হাই রেন্টালে চালানো হচ্ছিল, কিন্তু দর্শকসংখ্যা দিন দিন কমে যাচ্ছিল। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কায় সিনেমা হলে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়। তাই তাণ্ডব নামিয়ে অন্য সিনেমা চালানোর সিধান্ত নিয়েছি।

নির্মাতা রায়হান রাফীর পরিচালনায় শাকিব ছাড়াও ‘তাণ্ডবে’ সিনেমায় অভিনয় করেছেন সাবিলা, রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, কাজী রাকায়েত প্রমুখ।