শ্রীনগর বাড়ৈখালী প্রগতি সংসদ কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ

মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বাড়ৈখালীতে টিআর (কাবিখা) কাজের বিনিময়ে খাদ্য প্রকল্পে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। জানা যায়,বাড়ৈখালী ইউনিয়ন ৭ নং ওয়ার্ডে অবস্থিত “প্রগতি সংসদ” মাঠের ভাঙ্গা অংশ ভরাট করনে( কাবিখা) হতে ৯ টন গম বরাদ্ধের কথা বলা হয় প্রকল্পের নামফলকে যদিও চাল বরাদ্ধের কথা লিখা। জানা যায়, মাঠটির ভাঙ্গা অংশ স্হানীয় মোহাম্মদ হেলাল উদ্দিন এবং মোহাম্মদ সানাম খন্দকার কে ৫০ হাজার টাকা চুক্তিতে ভরাটের দায়িত্ব দেন প্রকল্প সভাপতি আলামিন খন্দকার এবং সদস্য মোহাম্মদ রুবেল মোল্লা। প্রায় ৮০ ভাগ কাজ শেষ হলে হঠাৎ করে মোহাম্মদ মহসিন মেম্বার তাদের কে বাদ দিয়ে ক্লাব মাঠের উত্তর-পূর্ব পাশের জমি কেটে ভরাট করেন। যার সর্বসাকুল্য ব্যয় লক্ষাধিক টাকার মত। মাঠ ভরাট প্রকল্পের সাবেক সভাপতি ও প্রগতি সংসদের সদস্য মোহাম্মদ আল-আমিন খন্দকার, মোহাম্মদ রুবেল মোল্লা এবং প্রগতি সংসদের অন্যান্য সদস্যবৃন্দ মাঠ ভরাট প্রকল্প ব্যয়ের হিসাব দিতে বলার পরও তিনি এড়িয়ে যাচ্ছেন।জানা যায়,প্রগতি সংসদ মাঠের ঘোষিত কোন কমিটি না থাকলেও উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নিউটন মোল্লা এবং সদস্য আলামিন খন্দকার ও সহযোগী মোহাম্মদ রুবেল মোল্লা এবং অন্যান্য সদস্যদের স্বাক্ষরিত আবেদনপত্রের আবেদনের মাধ্যমে উক্ত কাজ বরাদ্ধ করা হয়।
এ ব্যপারে প্রকল্পের সদস্য মোহাম্মদ আলামিন খন্দকার বলেন, ঢাকায় বসবাস করার কারণে কাজের তদারকি ওইভাবে না জানলেও যতটুকু কাজ সম্পূর্ণ করেছি, তাতে লক্ষাদিক টাকার বেশি ব্যয় হওয়ার কথা নয়। এ কাজে কোন অনিয়ম হয়ে থাকলে জড়িতদের ব্যপারে ব্যবস্থা গ্রহন করা হউক।
এ ব্যপারে প্রকল্প সভাপতি ৭ নং ওয়ার্ড মেম্বার মোঃ মহসিন এর নিকট জানতে চাইলে ব্যপারটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে বলেন,স্যার এই কাজে অনেক খুশি আপনি স্যারের সাথে কথা বলুন।















