সংবাদ শিরোনাম
সবজি চাষাবাদ পরিদর্শন ও পরামর্শ প্রদান – আবুল কালাম আজাদ
আবুল কালাম আজাদ

আজ লাউ চাষের জমি ঘুরে দেখলাম। গাছের লতা-পাতা বেশ সবুজ ও সতেজ আছে, নতুন কুঁড়ি/ফুলও ভালো আসছে মানে গাছ এখন ভেজিটেটিভ থেকে ফ্লাওয়ারিং স্টেজে যাচ্ছে। এই সময়ে জমিতে সেচ, আগাছা দমন, মাচা ঠিক রাখা আর পোকা-মাকড় নিয়ন্ত্রণ ঠিকমতো করলে ফলন অনেক বাড়ে।
লাউয়ে সাধারণত লাল কুমড়া বিটল, ফলমাছি, এফিড দেখা দেয় তাই নিয়মিত পর্যবেক্ষণ জরুরি। পাশাপাশি গাছে যাতে ফুল-ফল ঝরা কম হয়, সেজন্য সুষম সার ব্যবস্থাপনা (NPK + বোরন/জিঙ্ক) এবং সময়মতো পানি নিষ্কাশন নিশ্চিত করতে হবে।
কৃষক ভাইদের সাথে কথা বলে জমির অবস্থা অনুযায়ী প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হলো ইনশাআল্লাহ সঠিক পরিচর্যায় এবার ভালো ফলন পাওয়া যাবে।
ট্যাগস :






















