পাংশায় ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫। শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় দপ্তর ও স্থানীয় সমবায় সংগঠনগুলোর যৌথ উদ্যোগে ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
দিনটি উপলক্ষে সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় এবং র্যালি শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পাংশা উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন মিথীলা শাহা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন, পাংশা উপজেলা বিএডিসি সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন, সমাজসেবা কর্মকর্তা মো. রবিউল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর, এবং কৃষি বিপণন কর্মকর্তা মো. আকমল হোসেন।
অনুষ্ঠানে বিভিন্ন সমবায়ী সংগঠনের প্রতিনিধি, কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং সমবায় আন্দোলনের অগ্রযাত্রায় নিজেদের ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।


















