শাহআলী থানা বিএনপিতে অন্তর্ভুক্তি করলেন খলিল চৌধুরীকে

শাহআলী থানা বিএনপিতে অন্তর্ভুক্তি করলেন খলিল চৌধুরী ও মিরপুর থানা বিএনপিতে মোহাম্মদ আলী সিকদার।
আজ ১৫ নভেম্বর ২০২৫, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক জনাব আমিনুল ইসলাম ও সদস্য সচিব মোস্তফা জামানের অনুমতিক্রমে দপ্তরের দায়িত্বে থাকা মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক এ বি এম রাজ্জাকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাহআলী থানা বিএনপিকে গতিশীলতা এবং সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে থানা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ খলিল চৌধুরীকে শাহআলী থানা বিএনপির যুগ্ম-আহবায়ক হিসেবে অন্তর্ভুক্তি করা হয়েছে। একই দিনে মিরপুর থানা বিএনপির যুগ্ন আহবায়ক হিসেবে অন্তর্ভুক্তি করেছেন জনাব মোহাম্মদ আলী শিকদারকে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে মো: খলিল চৌধুরী দল ও নেতাকর্মীদের আস্থা অর্জন করেছেন। তাঁর নেতৃত্ব শাহআলী থানা বিএনপিকে আরও সুসংগঠিত করবে বলেও আশা প্রকাশ করা হয়েছে।
অন্তর্ভুক্তির বিজ্ঞপ্তির পর মোঃ খলিল চৌধুরী ও মোহাম্মদ আলী শিকদার, দলীয় নেতৃত্বর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,“দলের এই আস্থা আমাদের আরও দায়িত্বশীল করে তুলবে।জনাব খলিল চৌধুরী বলেন, নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শাহআলী থানা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করে যেতে চাই।”
বিজ্ঞপ্তি প্রকাশের পর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে অভিনন্দন ও শুভেচ্ছার উচ্ছ্বাস দেখা গেছে।






















